Shani Zodiac Astrology: ৩ রাশির উন্নতি কামাল করবে, শনির চালে জীবন বদল

জ্যোতিষ মতে, আগামী নভেম্বর মাস পর্যন্ত বিপরীতমুখী গতিতে চলবে শনি। যার প্রভাবে ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। বদলে যাবে জীবন। জেনে নিন বিশদে...

Advertisement
৩ রাশির উন্নতি কামাল করবে, শনির চালে জীবন বদলশনির চালে ৩ রাশির উন্নতি।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী নভেম্বর মাস পর্যন্ত বিপরীতমুখী গতিতে চলবে শনি।
  • ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের।
  • চাকরি-ব্যবসায় উন্নতি হবে।

জ্যোতিষ মতে, আগামী নভেম্বর মাস পর্যন্ত বিপরীতমুখী গতিতে চলবে শনি। যার প্রভাবে ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতি হবে। বদলে যাবে জীবন। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

শনির কৃপায় ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। সব বাধা কেটে যাবে। 

বৃষ রাশি (Taurus): 

বৃষ রাশির জাতকদের জন্য শুভ প্রভাব পড়বে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। কর্মক্ষত্রে উন্নতির যোগ রয়েছে। পরিশ্রমের সুফল পাবেন। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। দাম্পত্য সুখ বাড়বে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত কেত ওই নক্ষত্রেই থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, বৃশ্চিক, মিথুন ও কুম্ভ রাশির জাতকরা। 
 

POST A COMMENT
Advertisement