Shani Asta March Horoscope: কামাল করবে ৩ রাশি, মার্চে শনির খেলায় বাম্পার লাভ

জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি। এরপরে কুম্ভের লগ্নে অস্ত যাবে শনি। এর প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। 

Advertisement
কামাল করবে ৩ রাশি, মার্চে শনির খেলায় বাম্পার লাভভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি।
  • এরপরে কুম্ভের লগ্নে অস্ত যাবে শনি।
  • ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। 

জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি। এরপরে কুম্ভের লগ্নে অস্ত যাবে শনি। এর প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। 

বৃষ রাশি (Taurus):

বৃষ রাশির জাতকদের ভাগ্য বদলাবে। সব সমস্যার সমাধান হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। 

মীন রাশি (Pisces):

কপাল খুলবে মীন রাশির জাতকদের। আয় বাড়বে। অর্থলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। দাম্পত্য সুখ বাড়বে। 

মিথুন রাশি (Gemini): 

মিথুন রাশির জাতকদের জন্য ভাল সময়। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। 

অন্য দিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ মার্চ ভোরে মীন রাশিতে উদিত হবে শুক্র। শুক্রের উদয়ে কপাল খুলবে মকর, কুম্ভ ও ধনু রাশির জাতকদের। 
 

POST A COMMENT
Advertisement