Shani Gochar 2024: ভাদ্রপদ নক্ষত্রে শনি, বড়ঠাকুরের হাত থাকবে ৫ রাশির ওপর, কিনতে পারেন চারচাকা

Shani Gochar 2024: শনিদেব ১২ মে ২০২৪ সালে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেবের নক্ষত্র পরিবর্তন করতেই কিছু রাশির শুভ ফল প্রাপ্ত হবে। জ্যোতিষে শনিদেব বিশেষ স্থানে রয়েছে। শনিদেবকে পাপী গ্রহ বলা হয়ে থাকে।

Advertisement
ভাদ্রপদ নক্ষত্রে শনি, বড়ঠাকুরের হাত থাকবে ৫ রাশির ওপর, কিনতে পারেন চারচাকা শনির গোচর ২০২৪
হাইলাইটস
  • শনিদেব ১২ মে ২০২৪ সালে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে।

শনিদেব ১২ মে ২০২৪ সালে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেবের নক্ষত্র পরিবর্তন করতেই কিছু রাশির শুভ ফল প্রাপ্ত হবে। জ্যোতিষে শনিদেব বিশেষ স্থানে রয়েছে। শনিদেবকে পাপী গ্রহ বলা হয়ে থাকে। শনিদেবের অশুভ প্রভাবে প্রত্যেকেই ভয়ে থাকে। শনিদেবের অশুভ হওয়ার ফলে ব্যক্তির জীবনে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে আবার শুভ হলে জীবন সুখে ভরে যায়। আসুন জেনে নিই শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কোন রাশিদের শুভ ফল প্রাপ্তি হবে। 

মেষ রাশি
খরচ অপেক্ষাকৃত কম হবে। কোনও বন্ধুর সহযোগিতায় চাকরি পরিবর্তন করতে পারেন। ধার্মিক কাজে অংশ নেওয়ার সুযোগ আসবে। শিক্ষামূলক কাজে সফলতা পাবেন। আটকে থাকা টাকা ফেরৎ পাবেন। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। গাড়ি কেনার যোগ রয়েছে। ব্যবসায়  উন্নতি হবে। বাবার সহযোগিতা পাবেন। 

মিথুন রাশি
ঘর-পরিবারে ধার্মিক কাজ হবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শিক্ষাগত ও বুদ্ধির দিক থেকে সুখকর ফ দেবে। সন্তানদের কাছ থেকে ভাল খবর পাবেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। সঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। লাভের সুযোগও থাকবে। চাকরিতে উন্নতির পথ সুগম হবে।  

সিংহ রাশি
বাহন সুখ বৃদ্ধি পাবে। ব্যবসায় বৃদ্ধি হবে। লাভের সুযোগ মিলবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। কোনও বন্ধুর সহযোগিতায় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। চাকরিতে অতিরিক্ত দায়িত্ব পাবেন। আয় বাড়বে। সন্তানের পক্ষ থেকে সুখবর পাবেন। সন্তানের পক্ষ থেকে সুখবর পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কোনও পৈতৃক সম্পত্তি পেতে পারেন। শিক্ষাগত কাজে সফলতা পাওয়া যাবে। সম্পত্তি থেকে অর্থলাভ হবে। চাকরি বদলের সম্ভাবনা রয়েছে। 

কন্যা রাশি
খরচ কম হবে তথা পারিবারিক সমস্যার সমাধান হবে। শিক্ষাগত কাজ ভাল হবে। আয় বৃদ্ধি হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা লাভজনক হবে। গাড়ি কিনতে পারেন। মন এই সময় ভাল থাকবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। চাকরিতে পরিবর্তনের সুযোগ আসবে। 

Advertisement

ধনু রাশি
উচ্চ আধিকারিকদের সঙ্গ পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়া যাবে। শিক্ষাগত কাজ ভাল হবে। সন্তানের থেকে সুখের খবর পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। পরিবারের সঙ্গ পাবেন। গাড়ি কিনতে পারেন। ব্যবসায় লাভের যোগ তৈরি হচ্ছে। ধার্মিক কাজে রুচি বাড়বে। চাকরিতে উন্নতির যোগ দেখা যাচ্ছে।   

POST A COMMENT
Advertisement