Saturn Basant Pachami Lucky Zodiacs: বাসন্তী পঞ্চমীর সকাল থেকে কপাল খুলছে ৪ রাশির, বড়বাবার দয়া

২ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর একদিন আগে সকাল ৮টা ৫১ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে প্রবেশ করবেন শনিদেব। শনির বৃহস্পতির রাশিতে অবস্থান করায় ৪ রাশির জাতক-জাতিকারা সুবিধে পাবেন।

Advertisement
বাসন্তী পঞ্চমীর সকাল থেকে কপাল খুলছে ৪ রাশির, বড়বাবার দয়াশনির রাশিফল
হাইলাইটস
  • শনির নক্ষত্র বদল।
  • ২ ফেব্রুয়ারি সকাল থেকে ভাগ্যবদল ৪ রাশির।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র পরিবর্তন করে। শনি প্রায় ১ বছর ধরে একটি নক্ষত্রে অবস্থান করে রয়েছে। শনির অবস্থান পরিবর্তন ১২টি রাশির জীবনেই কোনও না কোনওভাবে প্রভাব ফেলে। ২ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর একদিন আগে সকাল ৮টা ৫১ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় অবস্থানে প্রবেশ করবেন শনিদেব। শনির বৃহস্পতির রাশিতে অবস্থান করায় ৪ রাশির জাতক-জাতক-জাতিকারা লাভবান হবেন।

মেষ রাশি- মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ বেশ অনুকূল  হতে পারে। পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের পর শনি এই রাশির একাদশ ঘরে অবস্থান করবেন।  এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই প্রচুর সাফল্যের পাশাপাশি আর্থিক লাভও পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। এর ফলে নানা সুবিধা পাবেন।

তুলা রাশি - তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ মঙ্গলজনক হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য পেতে পারেন। সম্মান দ্রুত বৃদ্ধি পেতে পারে। আয়ের অনেক উৎস খুলে যাবে। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। চাকরিজীবীরা বাম্পার সুবিধা পেতে পারেন। অগ্রগতির পাশাপাশি আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। পরিবারের সঙ্গে আপনার ভালো সময় কাটবে।

কুম্ভ রাশি-  এই রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রেই অপরিসীম সাফল্য অর্জন করতে পারেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজ আবার শুরু হতে পারে। আয়ের দ্রুত বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। জীবনে সুখ পাবেন। কেরিয়ারের পথে বাধা দূর হবে। শনির কৃপায় পরিশ্রম করলেই মিলবে সাফল্য। 

POST A COMMENT
Advertisement