Shani Gochar Horoscope: সুখ-ধন বাড়বে ৩ রাশির, শনির কৃপায় জীবন বদল

জ্যোতিষ মতে, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সুখ-সাফল্য উপচে পড়বে। জেনে নিন বিশদে...

Advertisement
সুখ-ধন বাড়বে ৩ রাশির, শনির কৃপায় জীবন বদলভাগ্য বদলাবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • সুখ-সাফল্য উপচে পড়বে।

জ্যোতিষ মতে, চলতি বছরের অক্টোবর মাসে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনি। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সুখ-সাফল্য উপচে পড়বে। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতি হবে। বিনিয়োগকারীদের জন্য ভাল সময়। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। সম্পদ লাভ হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। 

কন্যা রাশি (Virgo): 

ভাগ্য বদলাবে কন্যা রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা লাভজনক হবে। স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। 

অন্য দিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। কপাল খুলবে মেষ, কর্কট ও মীন রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement