
Saturn Transit Rashifal: ৩০ বছর পর ফের নিজেরই উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শনি। ২০২৬ সালের ২০ জানুয়ারি ন্যায় ও কর্মফলের প্রতীক এই গ্রহ উত্তরভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এরপর ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৯ মিনিটে শনি প্রবেশ করবে এই নক্ষত্রের দ্বিতীয় পাদদেশে।
জ্যোতিষবিশ্বাস অনুযায়ী, শনির এই বিরল গোচর চারটি রাশির জাতকদের জন্য বিশেষ শুভফল বয়ে আনতে পারে। বড়ঠাকুরের কৃপায় খুলে যেতে পারে সোনার পথ।
বৃষ রাশি
শনির এই বিরল অবস্থান বৃষ রাশির জন্য অত্যন্ত সৌভাগ্যবাহী হয়ে উঠতে পারে।
আয়ের গ্রাফ বাড়বে
কর্মক্ষেত্রে বাধা কমবে
পুরোনো সমস্যার সমাধান মিলবে
অর্থনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য মিলবে
মনে রাখবেন, এই সময় পরিশ্রমের ফল হাতেনাতে পাওয়া যাবে। ধৈর্য ধরে কাজ করলে উন্নতির পথ খুলে যাবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্যও শুভ খবর। বাড়বে আত্মবিশ্বাস, শক্তি ও সুযোগ।
পারিবারিক শান্তি প্রতিষ্ঠা হবে
আটকে থাকা পরিকল্পনা নতুন করে গতি পাবে
ব্যবসায় বড় ডিল ফাইনাল হতে পারে
আর্থিক উন্নতি স্পষ্ট দেখা দেবে
তবে একটি সতর্কবার্তা আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে না রাখলে চাপ তৈরি হতে পারে।
মকর রাশি
শনির গোচরে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন মকর রাশির জাতকরা।
কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে
পদোন্নতি বা নতুন বড় সুযোগ আসতে পারে
সম্পত্তি বা গাড়ি কেনার সম্ভাবনা
পারিবারিক দায়িত্ব বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে
জীবনে উন্নতির নতুন অধ্যায় শুরু হতে পারে।
মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য শনির এই অবস্থান অত্যন্ত লাভজনক।
জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি
আটকে থাকা কাজগুলির সমাধান
সমাজে সম্মান বাড়বে
সঞ্চয় বাড়ার পাশাপাশি বিনিয়োগেও লাভ
কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য এই সময়ে পাবেন।