Lucky Zodiac Signs: শনির ত্রিকোণ রাজযোগ: প্রেম থেকে টাকা, সবেতেই মালামাল হবেন ৩ রাশির জাতক-জাতিকারা

২০২৩-এর শেষ কয়েক মাসে একসঙ্গে বেশ কিছু গ্রহ স্থান পরিবর্তন করছে। একসঙ্গে এতগুলি গ্রহের স্বাস্থ্য় পরিবর্তন বেশ বিরল। এর ফলে প্রতিটি রাশিতেই কিছু না কিছু প্রভাব পড়বে। তবে তার মধ্যে ৪টি রাশির ক্ষেত্রে বেশ ভাল প্রভাব পড়তে পারে। এমনটাই মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। শনির কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাবে বৃহস্পতি তুঙ্গে হবে ৩ রাশির। এর ফলে আর্থ-সামাজিক দিক থেকে ভাল সময় যাবে এই রাশির জাতক-জাতিকাদের।

Advertisement
শনির ত্রিকোণ রাজযোগ: প্রেম থেকে টাকা, সবেতেই মালামাল হবেন ৩ রাশির জাতক-জাতিকারাশুভ প্রভাব পাবেন এই ৩ রাশির জাতক-জাতিকারা
হাইলাইটস
  • ২০২৩-এর শেষ কয়েক মাসে একসঙ্গে বেশ কিছু গ্রহ স্থান পরিবর্তন করছে। একসঙ্গে এতগুলি গ্রহের স্বাস্থ্য় পরিবর্তন বেশ বিরল।
  • এর ফলে প্রতিটি রাশিতেই কিছু না কিছু প্রভাব পড়বে। তবে তার মধ্যে ৪টি রাশির ক্ষেত্রে বেশ ভাল প্রভাব পড়তে পারে।
  • শনির কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাবে বৃহস্পতি তুঙ্গে হবে ৩ রাশির। এর ফলে আর্থ-সামাজিক দিক থেকে ভাল সময় যাবে এই রাশির জাতক-জাতিকাদের। 

২০২৩-এর শেষ কয়েক মাসে একসঙ্গে বেশ কিছু গ্রহ স্থান পরিবর্তন করছে। একসঙ্গে এতগুলি গ্রহের স্বাস্থ্য় পরিবর্তন বেশ বিরল। এর ফলে প্রতিটি রাশিতেই কিছু না কিছু প্রভাব পড়বে। তবে তার মধ্যে ৪টি রাশির ক্ষেত্রে বেশ ভাল প্রভাব পড়তে পারে। এমনটাই মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। শনির কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাবে বৃহস্পতি তুঙ্গে হবে ৩ রাশির। এর ফলে আর্থ-সামাজিক দিক থেকে ভাল সময় যাবে এই রাশির জাতক-জাতিকাদের। 

জ্যোতিষ মতে, শনির উদয়, অস্ত, বক্রি, মার্গির কারণে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের উপরে প্রভাব পড়ে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেব ন্যায় তথা কর্মফলের দেবতা৷

অর্থাৎ, শনির প্রভাব এলেই যে আপনার পরিস্থিতি খারাপ হবে, এমনটা নয়। শনিদেব আপনার কর্মফল অনুযায়ী ফল দেবে। আপনি যদি বুদ্ধি বজায় রেখে, সৎ কর্ম করেন, তবে আপনার ভালই হবে। কিন্তু ভুল কাজের ফলে অতি খারাপ পরিণতি পেতে পারেন। তাই এই বিষয়ে অবশ্যই সাবধান হন। 

শনির ত্রিকোণ রাজযোগের শুভ প্রভাব পাবেন এই ৩ রাশির জাতক-জাতিকারা:

মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা শনির ত্রিকোণ অবস্থানের কারণে শুভ ফল পাবেন ৷ চাকরি ও ব্যবসায় সময়টা ভাল যাবে এই রাশির জাতক-জাতিকাদের ৷

শুধু তাই নয়। এতদিন যে বেশি বেশি খরচ হচ্ছিল, তাতেও নিয়ন্ত্রণ আসবে ৷ 

প্রেমজীবনের ক্ষেত্রেও শুভ প্রভাব পাবেন মেষ রাশির জাতকরা। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে ৷  

কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ত্রিকোণ রাজযোগের প্রভাবে সুসময় আসতে চলেছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। বিবাহিতদের জন্যও সময়টা বেশ ভাল। কেরিয়ারের ক্ষেত্রেও সব কাজ পরিকল্পনামাফিক এগোবে।

কোথাও অনেকদিনের বকেয়া টাকা থাকলে সেটিও এবার হাতে এসে যেতে পারে। তবে এই সময়টা খালি খরচের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। 

সিংহ রাশি: এই রাশির জীবনেও শনির ত্রিকোণ অবস্থানের কারণে সুসময় আসতে চলেছে। যে কোনও কাজে আপনার ভাগ্য সদয় থাকবে। আইনি জটিলতায় ফেঁসে থাকলে তার থেকে মুক্তি পাবেন। 

Advertisement

প্রেম-বিবাহের সম্পর্কেও ভাল সময় কাটবে। আর্থিক বৃদ্ধি হতে পারে সিংহ রাশির জাতক-জাতিকাদের। 

POST A COMMENT
Advertisement