চলছে পবিত্র শ্রাবণ মাস। আর এই মাসকে শিবের মাস বলে উৎসর্গ করা হয়। এই মাসের শিবের পুজো করলে, বাবার মাথায় জল ঢাললে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। এমনিতে ভোলেবাবা খুব অল্পতেই খুশি হয়ে থাকেন। আর এই মাসে শিবের আরাধনা করলে ভক্তের সব ইচ্ছে পূরণ হবে। কাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এইদিনও ভগবান শিবের দিন। কাল অনেকেই উপোস করে শিবের মাথায় জল ঢালবেন। তবে শিবের প্রিয় রাশিদের এই মাসে বাম্পার লাভের সুযোগ রয়েছে। জেনে নিন তাঁরা কারা।
মেষ রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে মেষ রাশির অধিপতি মঙ্গল। এই গ্রহকে শিবের অংশ মনে করা হয়। মনে করা হয় যে এই রাশির জাতকদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। সোমবার মেষ রাশির জাতকরা নিয়ম মেনে শিবের পুজো ও শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত কষ্ট দূর হয়। মহাদেবের আশীর্বাদে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর জীবনযাপন করতে পারবেন এই রাশির জাতকরা। অর্থাভাব বা কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। আবার সমস্য়া দেখা দিলেও শীঘ্র তার সমাধান হয়।
বৃশ্চিক রাশি
জ্যোতিষ অনুযায়ী এই রাশির অধিপতিও মঙ্গল। বৃশ্চিক জাতকদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে। প্রতি সোমবার শিবলিঙ্গে এক লোটা জল নিবেদন করলে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায়। ভক্তের সমস্ত কষ্ট দূর হয়। এর পাশাপাশি সমস্ত ধরনের ভয় থেকে মুক্ত হওয়া যায়। বৃশ্চিক রাশির জাতকরা জীবনে প্রচুর সাফল্য লাভ করেন। বিশেষ কোনও সমস্যা বা অভাব এঁদের ঘিরে ধরতে পারে না।
মকর রাশি
শিবের প্রিয় রাশির মধ্যে অন্যতম হল মকর রাশি। শনি এই রাশির অধিপতি। শনি শিবের প্রিয় ভক্ত। মহাদেবকে নিজের গুরু মনে করেন শনি। তাই মকর রাশির জাতকদের ওপর শিবের বিশেষ আশীর্বাদ বর্তমান থাকে। এই রাশির জাতকরা সোমবার শিবলিঙ্গে বেলপাতা, গঙ্গাজল, গোরুর দুধ অর্পণ করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি সমস্ত কাজে সাফল্য লাভ সম্ভব হয়।
কুম্ভ রাশি
এই রাশির অধিপতি শনি। তাই কুম্ভ রাশির জাতকদের ওপরও শিবের আশীর্বাদ থাকে। এই রাশির জাতকরা পুজো করলে শীঘ্র শিবের আশীর্বাদ পেতে পারেন। শিবলিঙ্গে প্রতিদিন জল নিবেদন করলে সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারেন। মহাদেবের আশীর্বাদে এই রাশির জাতকদের অর্থাভাব, দুর্ভোগ দূর হয়। স্বল্প পরিশ্রমে সুখী জীবন যাপন করতে পারেন এই রাশির জাতক।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)