1st September Lucky Rashi: সেপ্টেম্বরের প্রথম দিনেই কেরিয়ার থাকবে তুঙ্গে, ৪ রাশির বিরাট লাভের সম্ভাবনা

1st September Lucky Rashi: ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের নতুন সপ্তাহ। গোটা মাস জুড়েই গ্রহদের একাধিক চাল বদল, অবস্থানে পরিবর্তন দেখা দেবে। যার প্রভাব রাশিচক্রের ওপর দেখতে পাওয়া যাবে।

Advertisement
সেপ্টেম্বরের প্রথম দিনেই কেরিয়ার থাকবে তুঙ্গে, ৪ রাশির বিরাট লাভের সম্ভাবনাসেপ্টেম্বরের প্রথমদিনের ৪ লাকি রাশি
হাইলাইটস
  • ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের নতুন সপ্তাহ।

১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বরের নতুন সপ্তাহ। গোটা মাস জুড়েই গ্রহদের একাধিক চাল বদল, অবস্থানে পরিবর্তন দেখা দেবে। যার প্রভাব রাশিচক্রের ওপর দেখতে পাওয়া যাবে। এরই মাঝে সেপ্টেম্বরের প্রথমদিন অর্থাৎ সোমবার কিছু রাশির জন্য দারুণ সময় নিয়ে আসছে। সপ্তাহের প্রথম দিনটা তাঁদের খুব কাটবে। আসুন দেখে নিই সেই রাশি কারা। 

ধনু রাশি (Sagittarius)
সেপ্টেম্বরের প্রথমদিন কেরিয়ার তুঙ্গে থাকবে। এইদিন কোনও নতুন প্রজেক্টের ওপর কাজ শুরু করতে পারেন, যেটা বেশ ফলদায়ক প্রমাণিত হবে। সিংহ রাশিতে সূর্য ও বুধের গোচরের ফলে আপনার ওপর এর ভাল প্রভাব দেখা দেবে। কাজের চাপ এদিন বাড়তে পারে। আর্থিক দিক মজবুত থাকবে সোমবার। 

মকর রাশি (Capricorn)
সোমবার দিন ভাগ্য আপনার সঙ্গ দেবে। সেপ্টেম্বরের প্রথম দিনই কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। কোনও নতুন যোজনা নিয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। সপ্তাহের প্রথম দিন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। স্বাস্থ্য খুব ভাল থাকবে এইদিন। 

কুম্ভ রাশি  (Aquarius)
সেপ্টেম্বরের প্রথম দিন সৌভাগ্য নিয়ে আসবে কুম্ভ রাশির জাতকদের জন্য। চাকুরিজীবি ও ব্যবসায়ীদের ক্ষেত্রে এইদিন লাভ করার সুযোগ আসবে। হঠাৎ করে কোনও উৎস থেকে টাকা পেতে পারেন এই রাশির জাতকেরা। সোমবার শিবের আরাধনা করলে এই রাশির জাতকদের গোটা মাস জুড়েই সুখবর আসতে পারে। 

মীন রাশি (Pisces) 
সেপ্টেম্বরের প্রথম দিনেই ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকেরা। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনার দায়িত্ব বাড়তে পারে এইদিন। তবে সেই দায়িত্ব কদিনের মধ্যেই সম্পূর্ণ করতে পারবেন। এদিন কোনও বিনিয়োগে টাকা ঢালতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য আগের চেয়ে ভাল থাকবে। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

   

Advertisement

POST A COMMENT
Advertisement