Diwali 2025 Rashifal: দীপাবলির আগেই বিরল গ্রহ-যোগ! মীন, কর্কট ও তুলার জীবনে ফিরছে সৌভাগ্য, জ্যোতিষীরা বলছেন, এই সময়ই সাফল্যের দ্বার খুলবে
দীপাবলির আলোয় ভেসে যাওয়ার আগেই নাকি কিছু রাশির জীবনে জ্বলে উঠবে নতুন আলোর দিশা। আকাশে তৈরি হতে চলেছে এমন এক বিরল গ্রহ-যোগ, যা বহু বছর পর দেখা মিলবে। জ্যোতিষ শাস্ত্র বলছে, শনি ও বৃহস্পতির যুগল প্রভাবে তৈরি হবে শুভ ‘হংস মহাপুরুষ রাজযোগ’। এর ফলে মীন, কর্কট ও তুলা রাশির জাতকদের ভাগ্যে ঘনিয়ে আসতে পারে অপ্রত্যাশিত সাফল্য, সম্পদ ও সম্মান।
২০২৫ সালের এই সময়ে শনিদেব থাকবেন মীন রাশিতে বক্রী অবস্থায়। অর্থাৎ, কর্মফলদাতা শনি নিজের পথে সাময়িক বিরতি নিয়ে অতীত কর্মফলের হিসাব মিলিয়ে দিতে চলেছেন।
অন্যদিকে, দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন কর্কট রাশিতে, আর সেই সঙ্গেই আকাশে জন্ম নেবে এক বিরল যোগ ‘হংস মহাপুরুষ রাজযোগ’।
এই যোগের প্রভাবে জীবনে যেমন আসতে পারে সম্মান ও সম্পদ, তেমনি মিলবে নতুন সুযোগ ও সাফল্যের সম্ভাবনা। কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন। সব ক্ষেত্রেই দেখা দিতে পারে ইতিবাচক পরিবর্তন।
মীন রাশি
মীন রাশির জাতকরা যেন দীপাবলির আগেই পেয়ে যাবেন নিজেদের আলোক উৎসব।
বক্রী শনি ও বৃহস্পতির যুগল প্রভাবে জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বহু প্রতীক্ষিত কাজ শেষ হবে, আটকে থাকা অর্থ আসবে হাতে। যাঁরা কর্মক্ষেত্রে স্থবিরতা অনুভব করছিলেন, তাঁদের জীবনে ফের আসবে গতি। ব্যবসায়ীরা পেতে পারেন বড় মুনাফার সুযোগ।
কর্কট রাশি
দেবগুরু বৃহস্পতির নিজ রাশিতে প্রবেশ মানেই কর্কট জাতকদের জীবনে আশীর্বাদের বৃষ্টি।
এই সময় শুরু হতে পারে জীবনের এক নতুন উজ্জ্বল অধ্যায়। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই পরিবারে ফিরবে মানসিক প্রশান্তি ও স্থিতি। দীপাবলির আগে নতুন কাজ শুরু করতে চাইলে এ সময়টিই হতে পারে একেবারে শুভলগ্ন।
তুলা রাশি
রাজযোগ তৈরি হচ্ছে তুলা রাশির দশম ঘরে, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে। ফলে এই রাশির জাতকরা পাবেন সুনাম, পদোন্নতি ও নেতৃত্বের সুযোগ। দীর্ঘদিনের প্রচেষ্টা এবার ফল দেবে। অফিসে প্রভাব বাড়বে, কাজের স্থায়িত্বও নিশ্চিত হবে। ব্যক্তিগত জীবনে মিলবে স্থিরতা ও আত্মবিশ্বাসের নতুন অধ্যায়।
দীপাবলির আগে ভাগ্যের বদল
আসন্ন দীপাবলি তাই শুধুই আলোয় সাজানো উৎসব নয়, কিছু রাশির জীবনে এটি হতে চলেছে ভাগ্যোন্নতির অধ্যায়। আকাশে গ্রহ-নক্ষত্রের এই দুর্লভ মিলনে মীন, কর্কট ও তুলা রাশির জাতকদের জন্য খুলে যেতে পারে নতুন দরজা, যেখানে অপেক্ষা করছে সাফল্য, সমৃদ্ধি ও সুখের আলো।