জ্যোতিষ মতে, শ্রাবণ মাসে শনি, বুধ, রাহু ও কেতুর বক্রচালে লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা। ভগবান শিবের কৃপায় পাবেন জাতকরা। সব ক্ষেত্রে সুখ-উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...
বৃষ রাশি (Taurus):
লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। আয় বাড়বে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে।
মীন রাশি (Pisces)
উন্নতি হবে মীন রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল থাকবে। সব ইচ্ছেপূরণ হবে।
কর্কট রাশি (Cancer):
ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। দাম্পত্য জীবন সুন্দর হবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কেরিয়ারে সাফল্য আসবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ১৩ জুলাই বক্রী হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, বুধ ও সূর্যের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। যার ফলে কপাল খুলবে ধনু, তুলা ও সিংহ রাশির জাতকদের।