Shani Chandra Yuti: কষ্টের দিন শেষ, শনি চন্দ্রের যুতিতে এবার টানা Good Luck ৪ রাশির

Shani Chandra Yuti: শনি মানে কর্মফলদাতা। আর চন্দ্র মানে মন, মানসিক অবস্থা, সম্পর্ক আর সুখের প্রতীক। এ বার সেই শনি ও চন্দ্র একসঙ্গে মিলিত হয়েছেন মীন রাশিতে।

Advertisement
কষ্টের দিন শেষ, শনি চন্দ্রের যুতিতে এবার টানা Good Luck ৪ রাশিরকোন কোন রাশির শুভ সময় জানুন।
হাইলাইটস
  • শনি ও চন্দ্র একসঙ্গে মিলিত হয়েছেন মীন রাশিতে।
  • ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটে নাগাদ চন্দ্র দেব ষষ্ঠ বার প্রবেশ করেছেন মীন রাশিতে।
  • চারটি রাশির জীবনে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। 

Shani Chandra Yuti: শনি মানে কর্মফলদাতা। আর চন্দ্র মানে মন, মানসিক অবস্থা, সম্পর্ক আর সুখের প্রতীক। এ বার সেই শনি ও চন্দ্র একসঙ্গে মিলিত হয়েছেন মীন রাশিতে। জ্যোতিষ মতে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটে নাগাদ চন্দ্র দেব ষষ্ঠ বার প্রবেশ করেছেন মীন রাশিতে। এর ফলে গঠিত হয়েছে বিশেষ শনি চন্দ্র যুতি, যা চারটি রাশির জীবনে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এর আগে চলতি বছর চন্দ্র দেব ২৫ এপ্রিল, ২২ মে, ১৮ জুন, ১৫ জুলাই ও ১২ অগাস্টে মীন রাশিতে প্রবেশ করেছিলেন। এ বার ষষ্ঠবারের জন্য মীন রাশিতে তাঁর প্রবেশে গঠিত হয়েছে শুভ যোগ। ফলে ভরসা ফিরে পাচ্ছেন অনেকেই।

কোন কোন রাশি শুভ ফল পাবেন?

বৃষ রাশি:
বৃষ রাশির জাতকদের জন্য সময়টা বিশেষ শুভ। হারানো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে, অর্থ লাভের সুযোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে আস্থা ও বোঝাপড়া বাড়বে।

কর্কট রাশি:
কর্কট রাশির জাতকরা কর্মজীবনে বড়সড় সিদ্ধান্ত নিতে পারবেন। তরুণ প্রজন্মের ক্যারিয়ারে অগ্রগতি আসবে। বিবাহিত জীবনের দ্বিধা ও টানাপোড়েন কেটে যাবে। ভেবে চিন্তে নেওয়া সিদ্ধান্ত আর্থিক লাভ দেবে।

সিংহ রাশি:
সিংহ রাশির জন্য এই সময় স্থিতিশীলতা নিয়ে আসবে। দাম্পত্য সম্পর্কে বিশ্বাস ও মধুরতা ফিরে আসবে। নিজের মিষ্টি কথার মাধ্যমে জীবনের জটিলতা কাটিয়ে উঠবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ভুল সঙ্গ এড়াতে পারবেন।

কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জন্যও এই সময়টা ভাগ্যদায়ক। জীবনের নানা দিক নিয়ে যে দোটানা ছিল তা দূর হবে। ব্যবসায়ীদের আর্থিক সাফল্য আসবে। পুরনো সম্পর্ক বা বন্ধুত্ব ফিরে এসে মনে আনন্দ দেবে।

২০২৫ সালের এই শনি চন্দ্র যুতি চার রাশির জন্য সুখবর নিয়ে এসেছে। বৃষ, কর্কট, সিংহ ও কুম্ভ  রাশির জাতকরা জীবনে নতুন সুযোগ, স্থিতিশীলতা ও আর্থিক উন্নতি অনুভব করবেন। কষ্টের দিন কাটিয়ে এ বার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই চার রাশির।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement