Shani Horoscope 2026: ২০২৬-এ শনির প্রভাবে একধাক্কায় বড়লোক, বড়ঠাকুরের নজরে কোন রাশিরা?

2026 Shani Dev Lucky Rashi: জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গুরুত্ব অপরিসীম। তাঁকে ন্যায়, কর্ম, অনুশাসন ও পরীক্ষার দেবতা হিসাবে গণ্য করা হয়। শনিকে জ্যোতিষে কর্মফল দাতা বলা হয়ে থাকে। তিনি ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। শনিদেব কাঙালকে রাজা করে দিতে পারেন।

Advertisement
২০২৬-এ শনির প্রভাবে একধাক্কায় বড়লোক, বড়ঠাকুরের নজরে কোন রাশিরা?২০২৬-এ শনির সুনজরে কারা?
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গুরুত্ব অপরিসীম।

জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গুরুত্ব অপরিসীম। তাঁকে ন্যায়, কর্ম, অনুশাসন ও পরীক্ষার দেবতা হিসাবে গণ্য করা হয়। শনিকে জ্যোতিষে কর্মফল দাতা বলা হয়ে থাকে। তিনি  ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। শনিদেব কাঙালকে রাজা করে দিতে পারেন। ২০২৬ সালে শনি দেব মীন রাশিতেই থাকবেন। আর এই পরিস্থিতিতে তিনি প্রত্যেক রাশির ওপর আলাদা আলাদা প্রভাব ফেলবেনয মীন রাশিতে থাকার কারণে, শনিদেবের প্রভাবে সহনশীলতা, বিবেক ও আধ্যাত্মিকতার বিকাশ আরও বাড়বে। জানুন ২০২৬-এ শনির কৃপায় রাজা হবেন কোন রাশিরা। 

বৃষ রাশি
বৃষ রাশির জন্য ২০২৬ সাল সহনশীলতা, পরিশ্রম  কর্মফল দিার নির্ণয়ক হিসাবে প্রমাণিত হবে। শনির ফলে জীবনে কষ্ট ও পরিশ্রম করা সত্ত্বেও স্থির সফলতা আসবে। শনির প্রভাবে দীর্ঘসময় ধরে আটকে থাকা অথবা পেশার ক্ষেত্রে কোনও বাধা ধীরে ধীরে কম হতে শুরু করবে। পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের ফলে স্থায়ী ও মজবুত সফলতা পাবেন। বিষয়গত মামলা শুধরাবে, তবে তাড়াহুড়ো করে বা অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলুন। শনির কৃপায় আর্থিক দিক মজবুত হবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কে ধৈর্য ও বোঝাপড়া বাড়বে। কোনও পুরনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি মিটবে। 

সিংহ রাশি
২০২৬ সালে শনিদেব সিংহ রাশিতে ঢাইয়া অবস্থায় থাকবে। যার অর্থ হল এই রাশিকে কিছু ক্ষেত্রে বাধা, বিলম্ব ও কঠিনতার মুখোমুখি হতে হবে। শনির ঢাইয়ার কারণে কাজ, স্বাস্থ্য ও সম্পর্কে সময় সময় চ্যালেঞ্জ আসতে পারে। তবে কঠিনতা ও বিলম্ব হওয়া সত্ত্বেও যে বিশ্বাস নিয়ে পরিশ্রম করেছিলেন তার দীর্ঘকালীন সফলতা ও স্থির পরিণাম পাবেন। শনির এই পরিস্থিতিতে এই সময় ব্যক্তিকে সংযম, অনুশাসন ও ধৈর্য শিখতে হবে। যা ভবিষ্যতে লাভদায়ক হবে। এই সময় স্থায়ী আর্থিক সুরক্ষা প্রাপ্ত হবে। 

তুলা রাশি
২০২৬ সালে শনি তুলা রাশির ক্ষেত্রে ধৈর্য, পরিশ্রম ও কর্মফলের দিশায় গুরুত্বপূর্ণ হবে। শনির অনুশাসন ও ন্যায়ের প্রভাবে তুলা রাশির জাতকদের জীবনে স্থিরতা ও দীর্ঘকালীন লাভ পাবেন। অর্থলাভ হবে এই বছর। 

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির ওপর শনির সাড়েসাতির শেষ চরণ চলছে। ২০২৬ সাল এঁদের জন্য সফলতা, লাভ ও আর্থিক উন্নতি নিয়ে আসবে। কুম্ভ রাশি পরিশ্রমের ফল পাবেন। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। শনিদেবের কৃপায় সম্পর্কে স্থিরতা আসবে। এরই সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা বাড়বে। 

POST A COMMENT
Advertisement