Shani Dhaiya 2026: পকেট হবে গড়ের মাঠ, প্রেমেও সমস্যা, শনির ঢাইয়ায় দেড় বছর বিপদে ২ রাশি

Shani Dhaiya 2026: শনি এই সময় মীন রাশিতে গোচর করছে। যে কারণে মীন, মেষ ও কুম্ভ রাশিতে শনির সাড়েসাতি চলছে। এরপর শনি ২০২৭ সালে গোচর করবে এবং মেষ রাশিতে প্রবেশ করবে। ততদিন এই তিন রাশির ওপর শনির সাড়েসাতি থাকূবে। এর পাশাপাশি আরও ২ রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে।

Advertisement
পকেট হবে গড়ের মাঠ, প্রেমেও সমস্যা, শনির ঢাইয়ায় দেড় বছর বিপদে ২ রাশিশনির ঢাইয়ায় কাদের জীবন জেরবার?
হাইলাইটস
  • শনি এই সময় মীন রাশিতে গোচর করছে।

শনি এই সময় মীন রাশিতে গোচর করছে। যে কারণে মীন, মেষ ও কুম্ভ রাশিতে শনির সাড়েসাতি চলছে। এরপর শনি ২০২৭ সালে গোচর করবে এবং মেষ রাশিতে প্রবেশ করবে। ততদিন এই তিন রাশির ওপর শনির সাড়েসাতি থাকূবে। এর পাশাপাশি আরও ২ রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে। যে ২ রাশির ওপর শনির ঢাইয়া থাকবে, তাঁদের আগামী দেড় বছর একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যদিও এই সময় শনি বক্রী ও মার্গী হবে, নক্ষত্র পরিবর্তন করবে, এরই সঙ্গে শনি অস্ত ও উদয়ও হবে। যার প্রভাবে চড়াই-উৎরাই দেখা দেবে। এই ২ রাশিকে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ওপর শনির ঢাইয়া থাকবে দেড় বছর পর্যন্ত। যা এই রাশির কেরিয়ার ও ব্যবসায় প্রভাব পড়ব। অর্থাৎ পরিশ্রমের ফল কম পাবেন ও খুব ধীর গতিতে সাফল্য আসবে। এরই সঙ্গে কোনও কাজই ঠিকঠাক ভাবে হবে না। তবে সময়ে সময়ে সম্মান পাবেন। কখনও খরচ বেশি হবে আবার মাঝামাঝি থাকবে। তাই সব কাজ ভেবেচিন্তে করুন। 

ধনু রাশি
ধনু রাশিতে ২০২৬-এর পুরো বছর ও ২০২৭ সালের জুন পর্যন্ত  ঢাইয়ার প্রভাব থাকবে। এই সময় মানসিক অশান্তি থাকবে। কাজে বাধা পড়বে। আর্থিক পরিস্থিতি মোটেও ভাল থাকবে না। স্বাস্থ্য নিয়ে উদাসীনতা করবেন না। তবে ঢাইয়া শেষ হতেই শনি ভাল ফল দেবেন। এরকম কোনও কাজ করবেন না, যাতে শনিদেব রুষ্ট হন। 

শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে
শনির অশুভতা থেকে বাঁচার জন্য হনুমানজির আরাধনা করুন। রোজ হনুমান চালিসা পড়ুন। মঙ্গলবার ও শনিবার প্রদীপ জ্বালান, এতে আত্মবিশ্বাস বাড়বে। আর আপনিও যে কোনও চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করতে পারবেন। এরই সঙ্গে শনি কম কষ্ট দেবে।  

POST A COMMENT
Advertisement