শনির সঠিক পজিশনে মানুষের জীবন সুখ, প্রাচুর্য্যে ভরে ওঠে।Shani Margi 2025: রাখে শনি, মারে কে! সত্যিই, বড়বাবা যদি কারও উপর কৃপা করেন, তাঁকে আর জীবনে পিছনে ফিরে তাকাতে হয় না। আসলে অনেকের মধ্যেই শনিদেবকে নিয়ে একটি ভুল ধারণা আছে। তাঁরা ভাবেন, শনিদেব মানেই জীবনে অশান্তি, ব্যর্থতা, খারাপ খবর। কিন্তু বাস্তবে ব্যাপারটা এত সরল নয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শনিদেবের পজিশনের উপরেই পুরোটা নির্ভর করছে। শনির সাড়ে সাতি বা ঢাইয়ার পজিশন তৈরি হলে সত্যিই জীবনে খারাপ সময় আসে। আসে এই কঠিন সময়ের মধ্যে দিয়েই মানুষ বাস্তব শিক্ষা ও লড়াই করার মানসিকতা পায়। আবার একইভাবে, শনির সঠিক পজিশনে মানুষের জীবন সুখ, প্রাচুর্য্যে ভরে ওঠে।
শুক্রবার, ২৮ নভেম্বর শনি সরাসরি মীন রাশিতে ঘুরছে। অর্থাৎ, সহজে বললে, এই দিন থেকেই এটি তার মার্গী গতি শুরু করবে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত শনি এই পজিশনে থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবকে সবচেয়ে ধীর গতির গ্রহ মনে করা হয়। এক রাশি থেকে অন্য রাশিতে গমন করতে শনির আড়াই বছর সময় লাগে। শনি রাশি পরিবর্তন করলে বা তার গতি পরিবর্তন করলেই বিশ্বজুড়ে এর সরাসরি প্রভাব পড়ে।
আসুন জেনে নেওয়া যাক শনির এই সরাসরি গতির কারণে কোন রাশির আপাতত, ২০২৬ সাল পর্যন্ত সতর্ক থাকতে হবে।
মেষ
শনির এই ডাইরেক্ট গতির ফলে, মেষ রাশির জাতক জাতিকাদের কাজ এবং দায়িত্ব হঠাৎ বেড়ে ।যেতে পারে। অনেকদিন ধরে আটকে আছে, এমন কাজ হঠাৎ করে একসঙ্গে চেপে বসতে পারে। আর্থিক বিষয় নিয়ে এই সময় খুব সাবধান থাকুন। টাকাপয়সার বিষয়ে সামান্যতম অবহেলা করলেও বড়সড় ক্ষতি হতে পারে। তাই মাসের শুরু থেকেই একটি বাজেট বানিয়ে ফেলুন। মাইনে হাতে পেলেই তার একটা বড় অংশ সেভিংসে ফেলে দিন। নয় তো এই সময় বাজে খরচের প্রবণতা হতে পারে।
কুম্ভ রাশি
শনির সরাসরি গতির ফলে কুম্ভ রাশির সম্পর্ক, সিদ্ধান্ত এবং ক্যারিয়ারে মারাত্মক প্রভাব পড়তে পারে। আপনি যে কাজ বা দায়িত্ব এতদিন এড়িয়ে চলছিলেন এবার তা একসঙ্গে ঘাড়ে চেবে বসবে। কোনও বড় অনুষ্ঠান বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা পিছিয়ে যেতে পারে। আপনার আশেপাশের কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না। কথাবার্তায় সংযম রাখুন। সবকিছু করার আগে তার ফলাফল কী হতে পারে, তা মন দিয়ে ভেবে দেখুন। তারপরেই সিদ্ধান্ত নিন।
মীন রাশি
শনির সরাসরি গতির ফলে মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আরও কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু যে পরিমাণ পরিশ্রম করবেন, সঙ্গে সঙ্গে তার ফল পাবেন না। তবে হাল ছাড়বেন না। এই সময় অনেক আলস্য ভাব তৈরি হবে। সেই ফাঁদে পা দিলে কিন্তু পরবর্তী ৪-৫ মাসে খারাপ ফল মিলতে পারে। তাই দাঁতে দাঁত চেপে পরিশ্রম করতে থাকুন। সম্পর্ক এবং বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। এক্ষেত্রে কথাবার্তায় সংযম রাখুন। পারলে শুরু থেকেই বেশি কথা বলায় এড়িয়ে চলুন। এই সময় আপনার বন্ধু হবে আপনার হাসি ও মিষ্টি ব্যবহার। কখনও খারাপ লাগলেও বা ইচ্ছা না করলেও হাসি মুখে, হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলুন। কারণ বিরোধ করলেই ঝগড়া অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। অফিসে বা ব্যবসার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। সমালোচনা বা দ্বন্দ্বও দেখা দিতে পারে। অতিরিক্ত আবেগ বা একগুঁয়েমি নৈব নৈব চ। আবেগের বসে সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে হতে পারে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।