Akshay Tritiya Zodiacs: ৩ রাশির জীবনে বিরাট বদল, অক্ষয় তৃতীয়াতে ঘুরবে ভাগ্যের চাকা

জ্যোতিষ মতে, আগামী ২৮ এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই দিনটি উল্লেখযোগ্য। শনির শুভ প্রভাব থাকবে। যার ফলে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
৩ রাশির জীবনে বিরাট বদল, অক্ষয় তৃতীয়াতে ঘুরবে ভাগ্যের চাকাঅক্ষয় তৃতীয়ায় ভাগ্য বদল ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৮ এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব।
  • ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া।
  • ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ২৮ এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া। এই দিনটি উল্লেখযোগ্য। শনির শুভ প্রভাব থাকবে। যার ফলে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। সমাজে সুনাম বাড়বে। কেরিয়ারের জন্য ভাল সময়। 

তুলা রাশি (Libra): 

তুলা রাশির জাতকদের জন্য ভাল সময়। অর্থলাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

কর্কট রাশি (Cancer): 

জীবন বদলাবে কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। দাম্পত্য সুখ বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে জাতকদের। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৭ মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। এরপর ১৫ মে ওই রাশিতে অস্ত যাবে গ্রহরাজ। যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে সিংহ, বৃশ্চিক, মীন ও মকর রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে বৃষ, মকর ও কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement