Shani Nakshatra Parivartan 2026: ছাব্বিশের শো স্টপার শনি, বড়বাবার আশীর্বাদে বছরভর রাজার হালে ৩ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখন নতুন বছর শুরু হবে তখন একাধিক বড় গ্রহের অবস্থানে পরিবর্তন হবে। এরই সঙ্গে, এই গ্রহ ও নক্ষত্রের বদল মানুষের জীবনকেও প্রাভাবিত করবে। পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালে শনিদেব ৩ বার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে।

Advertisement
ছাব্বিশের শো স্টপার শনি, বড়বাবার আশীর্বাদে বছরভর রাজার হালে ৩ রাশি২০২৬-এ শনির কৃপা পাবেন কারা?
হাইলাইটস
  • জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখন নতুন বছর শুরু হবে তখন একাধিক বড় গ্রহের অবস্থানে পরিবর্তন হবে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যখন নতুন বছর শুরু হবে তখন একাধিক বড় গ্রহের অবস্থানে পরিবর্তন হবে। এরই সঙ্গে, এই গ্রহ ও নক্ষত্রের বদল মানুষের জীবনকেও প্রাভাবিত করবে। পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালে শনিদেব ৩ বার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। বৈদিক জ্যোতিষে শনিকে ন্যায়প্রিয় দেবতা, কর্মফলদাতা ও দণ্ডাধিকারী বলে অ্যাখা দেওয়া হয়েছে। জ্যোতিষ মতে, ২০২৬ সালে শনির এই অভস্থান বদল বেশ গুরুত্বরূর্ণ ও বিশেষ হতে চলেছে। যার প্রভাব পড়বে মানুষের আর্থিক জীবনের ওপর। 

শনির নক্ষত্র পরিবর্তন
দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, শনি ২০ জানুয়ারি দুপুর ১২টা বেজে ১৩ মিনিটে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে যাবে। এরপর ১৭ মে শনি রেবতী নক্ষত্রে দুপুর ৩টে বেজে ৪৯ মিনিটে প্রবেশ করবে এবং ৯ অক্টোবর দ্বিতীয়বার উত্তরাভাদ্রপদ নক্ষত্রে সন্ধে ৭টা ২৮ মিনিটে প্রবেশ করবে। ২০২৬ সালে শনির তিনবার নক্ষত্র পরিবর্তনে কোন রাশিদের ভাগ্য সহায় হবে জানুন। 

কর্কট রাশি
২০২৬ সালে শনির নক্ষত্র পরিবর্তনে কর্কট রাশিরা পরিশ্রমের ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে স্বস্তি পাবেন। কাউকে ঋণ দেওয়া অর্থ ফেরৎ পাবেন। কোনও আটকে থাকা পেমেন্ট পেয়ে যেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। পুরনো অশান্তি থেকে রেহাই পাবেন। যাঁরা চাকরি বদলাবেন বলে মনে করছেন, তাঁদের আরও ভাল সুযোগ আসবে। এরই সঙ্গে মানসিক শান্তি আসবে এবং আত্মবিশ্বাসও বাড়বে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য এই পরিবর্তন প্রতিষ্ঠা-সফলতা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে আপনার স্থান মজবুত হবে। আধিকারিকেরা আপনার কাজের প্রশংসা করবে। নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে। এরই সঙ্গে কোনও বড় দায়িত্ব পাবেন, এতে সম্মান বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। যদি আপনি কোনও সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনার কাজের মূল্য বাড়বে। ঘর-পরিবারে সহযোগিতা ও ভারসাম্য বাড়বে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়াবে। কেরিয়ারে বড় বদল এবং নতুন সূচনার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি, ট্রান্সফার বা নতুন দায়িত্ব পাওয়ার সঙ্কেত পেতে পারেন। যারা ব্যবসায় রয়েছেন, তারা অংশীদারিত্ব থেকে ও বড় কোনও চুক্তি থেকে লাভবান হতে পারেন। আইনত বা জমি-সম্পত্তির কোনও আটকে থাকা মামলা আপনার পক্ষে থাকতে পারে। মানসিক রূপ থেকে আপনি আরও দৃঢ় থাকবেন। কোনও বরিষ্ঠ ব্যক্তির থেকে অপ্রত্যাশিত সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 
   

Advertisement

POST A COMMENT
Advertisement