Shani Lucky Zodiacs In January 2023: নতুন বছরের প্রথম মাসেই সদয় শনি, এই ৪ রাশির দারুণ কপাল

বছরের শুরুতেই শনির প্রভাব পড়বে সব রাশির উপরে। এর মধ্যে শুরুতেই লাভবান হবেন ৪ রাশির জাতক-জাতিকারা।       

Advertisement
নতুন বছরের প্রথম মাসেই সদয় শনি, এই ৪ রাশির দারুণ কপাল শনি রাশিবদল।
হাইলাইটস
  • ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে গমন শনির।
  • ৪ রাশির জীবনে বড় বদল।

জ্যোতিষশাস্ত্র গ্রহদের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নবগ্রহের মধ্যে সবচেয়ে শ্লথ গতি শনির। ২০২৩ সালে শনিদেব নিজের রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন। ১৭ জানুয়ারি হতে চলেছে সেই পরিবর্তন। ফলে বছরের প্রথম মাসেই শনির প্রভাব পড়বে সব রাশির উপরে। এর মধ্যে শুরুতেই লাভবান হবেন ৪ রাশির জাতক-জাতিকারা।       

বৃষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি গ্রহ বৃষ রাশির দশম ঘরে প্রবেশ করবে। আপনি ভাগ্যবান হবেন শনির গমনে। যে কারণে আপনি কম পরিশ্রমেও সাফল্য পাবেন। এই রাশির জাতক-জাতিকারা সব ক্ষেত্রে সাফল্য পাবেন। বাইরে বেড়াতে যাওয়া সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন। বাড়বে আয়ের উৎস। কাটবে বাধাবিঘ্ন। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন।

মিথুন রাশি- এই রাশির সৌভাগ্যের ঘরে শনি গমন করবেন। শনির গোচরে মিথুন রাশির জাতক-জাতিকাদের থেকে শনি ঢাইয়া কেটে যাবে। ব্যবসা ও চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থলাভের যোগ রয়েছে। পরিশ্রমের ফল পাবেন। সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন।

তুলা রাশি- জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী,শনি তুলা রাশির পঞ্চম ঘরে গমন করবে। শনি কুম্ভ রাশিতে প্রবেশ করলে তুলা রাশির জাতক-জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। শনির প্রভাবে সম্মান বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। আটকে থাকা কাজ সময়ে শেষ করতে পারবেন। অর্থলাভের যোগ।

ধনু রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শনির গমন উপকারী হতে চলেছে। শনিদেব ধনু রাশির তৃতীয় ঘরে গমন করবেন। শনির গোচরে ধনু রাশির জাতক- জাতিকারা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। ধনু রাশির জাতকদের আটকে থাকা কাজ শেষ হবে। অর্থলাভও হবে। পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশ থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে এই গমন ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে। হাতে আসবে টাকা-পয়সা। 

আরও পড়ুন- এই ৪ জিনিস ভুলেও দান করবেন না, রুষ্ট হন লক্ষ্মী, ঘরে শ্রী থাকে না

Advertisement

 

POST A COMMENT
Advertisement