জ্য়োতিষ শাস্ত্রে শনিকে ন্যায়, কর্মফলের দাতা বলা হয়ে থাকেনি ব্যক্তির কর্মের হিসাবে ফল দিয়ে থাকেন। শনি এই সময় নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে বিরাজ করছেন, যেখানে শনি ২০২৫ সাল পর্যন্ত থাকবেন। কিন্তু নতুন বছর ২০২৪ সালে শনির অবস্থানে বদল আসতে চলেছে, যার ফলে ১২ রাশির জীবনে কোনও না কোনও প্রভাব দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ২০২৪ সালে শনি বক্রী হওয়ার পাশাপাশি উদয় ও অস্ত যাবে। আসুন তাহলে জেনে নিই ২০২৪ সালে শনির কৃপা পাবেন কোন কোন রাশি।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ১১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১৮ মার্চ ২০২৪ সাল পর্যন্ত শনি অস্ত থাকবে। এরপর উদয় হবে। এছাড়াও শনিদেব ২৯ জুন ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত শনি কুম্ভ রাশিতে বক্রী থাকবে। শনির এই অবস্থানের কারণে এই রাশিদের ভাগ্য চমকাতে পারে।
মেষ রাশি
নতুন বছর মেষ রাশির জাতকদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। এই সময় শনির কৃপায় এই রাশিরা অপার ধন প্রাপ্ত করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হয়ে যাবে। চাকুরিজীবিদের পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস খুলবে। এর সঙ্গে ব্যাঙ্ক ব্যালান্স বাড়বে। নতুন বছরে অপ্রত্যাশিত ধন উপার্জন করতে পারবেন।
বৃষ রাশি
২০২৪ সাল শনির কৃপায় ভালোই কাটবে এই রাশির জাতকদের। অনেক নতুন সুযোগ পাবেন তাঁরা। চাকুরিজীবি ও ব্যবসায়ীদের সফলতার পাশাপাশি অর্থলাভও হবে। কেরিয়ারের দিক থেকে দেখলে আপনি প্রশংসিত হবেন। এই বছর আপনি টাকা সংরক্ষণ করতে সফল হবেন। বিদেশে ব্যবসা করলে লাভ হবে। শনির বক্রীতে এই রাশিরা খুব লাভ করবেন।
কন্যা রাশি
নতুন বছর এই রাশিদের জন্য শনিদেব অপার খুশি নিয়ে আসতে চলেছেন। এই রাশির জাতকেরা পরিশ্রম করলে তার সুফল পাবেন। সুখ-সমৃদ্ধির সঙ্গে ধন-সম্পদের প্রাপ্তি হবে। কঠোর পরিশ্রমের পরই আপনি কেরিয়ারে সফল হতে পারবেন। এর পাশাপাশি অর্থলাভ হতে পারে। শনির বক্রী হওয়ার কারণে কেরিয়ারে চড়াই-উৎরাই দেখা দিতে পারে। তবে শনির উদয়ে আবার সব ঠিক হয়ে যাবে।