Saturn Astrology Zodiacs: শনির চালে ভাগ্য বদলাবে ৩ রাশির, মার্চ থেকে বিশাল সুখ-উন্নতি

জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি। তখন সাড়ে সাতি মুক্ত হবে মকর। এর জেরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...

Advertisement
শনির চালে ভাগ্য বদলাবে ৩ রাশির,  মার্চ থেকে বিশাল সুখ-উন্নতিশনির চালে কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি।
  • তখন সাড়ে সাতি মুক্ত হবে মকর।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনি। তখন সাড়ে সাতি মুক্ত হবে মকর। এর জেরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...


মকর রাশি (Capricorn): 

ভাগ্যোদয় হবে মকর রাশির জাতকদের। নতুন চাকরির সুযোগ পাবেন। আয় বাড়বে। আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে। 

কর্কট রাশি (Cancer): 

ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। চাকরিতে পরিবর্তন হবে। অর্থকষ্ট দূর হবে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

বৃশ্চিক রাশি (Scorpio): 

লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। 


অন্য দিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ মার্চ ভোরে মীন রাশিতে উদিত হবে শুক্র। শুক্রের উদয়ে কপাল খুলবে মকর, কুম্ভ ও ধনু রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement