Shani Lucky Zodiac Signs Till January: শনির দয়ায় জানুয়ারি পর্যন্ত দারুণ সময় ৫ রাশির, সুযোগ মিস করবেন না

শনির এই অবস্থানের মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। এর ফলে পাঁচ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় চলছে।  অর্থ থেকে কেরিয়ার- সব দিক থেকে তাঁদের উন্নতি হবে। 

Advertisement
 শনির দয়ায় জানুয়ারি পর্যন্ত দারুণ সময় ৫ রাশির, সুযোগ মিস করবেন না১৭ জানুয়ারিতে কুম্ভ রাশিতে গোচর করবেন শনিদেব।
হাইলাইটস
  • শনির এই অবস্থানের মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে।
  • এর ফলে পাঁচ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় চলছে।

কর্মফলদাতা শনি বর্তমানে মার্গী অবস্থায় রয়েছেন। ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে মার্গী থাকবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৩ সালের ১৭ জানুয়ারি মাসে কুম্ভ রাশিতে গোচর করবেন শনি। আগামী ১৭ জানুয়ারি শনির এই অবস্থানের মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। এরফলে পাঁচ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় চলছে।  অর্থ থেকে কেরিয়ার- সব দিক থেকে তাঁদের উন্নতি হবে। 

মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের অষ্টম ও নবম ঘরের অধিপতি শনিদেব। তাঁদের অর্থলাভ হতে পারে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে তাঁরা সাফল্য পাবেন। এছাড়াও পৈতৃক সম্পত্তি বা কোনও জমিতে বিনিয়োগ করলে প্রচুর উপকার পাবেন। কেরিয়ারে উন্নতি হতে পারে। দাম্পত্য জীবনে আসবে সুখ। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা।

সিংহ -এই রাশির জাতক-জাতিকাদের  ষষ্ঠ ঘরে থাকবেন শনিদেব। এই রাশির জাতক-জাতিকারা শত্রুকে পরাজিত করতে সফল হবেন। সর্বক্ষেত্রে জয়লাভ করতে সক্ষম হবেন তাঁরা। এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা খুবই ভাল কাটবে। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন।

তুলা- তুলা রাশিতে চতুর্থ ঘরে থাকবেন শনিদেব। এই রাশির জাতক-জাতিকারা হঠাৎ করে ধনপ্রাপ্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ চললে তার মীমাংসা হবে। সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। 

মকর- এই রাশির জাতক-জাতিকাদের বিবিধ সুযোগ-সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি পেতে পারেন। সমাজে অবস্থান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শত্রুদের থেকে দূরে থাকুন। ভাগ্য সঙ্গ দেবে। ধন সম্পত্তির লাভ হবে। ঋণ দিয়ে থাকলে সেই টাকা ফেরত পেতে পারেন। চাকরির ক্ষেত্রে পেতে পারেন উঁচু পদ। জমি সম্পত্তি সংক্রান্ত মামলা সহজে মিটমাট হয়ে যাবে। বাড়বে মান সম্মান।

মীন- এই রাশির জাতক-জাতিকাদের সুসময় চলছে। প্রচুর লাভবান হতে পারে। কঠোর পরিশ্রম করলে ভাল ফল পেতে পারেন। কর্মস্থানে সকলের কাছ থেকে পাবেন সহযোগিতা। পেতে পারেন নতুন চাকরির প্রস্তাব। যাঁরা নতুন চাকরি শুরু করতে চলেছেন,তাঁদের জন্য সময় ভালো। 

Advertisement

আরও পড়ুন- এই দিন থেকে আপনার ভাগ্যে শুক্র-লক্ষ্মী, বৈভব-সমৃদ্ধি ৮ রাশির

POST A COMMENT
Advertisement