Vipareet Rajyog 2025 Rashifal: দীর্ঘদিন বক্রী থাকার পর মীন রাশিতে শনি ফের মার্গী (ডাইরেক্ট) হচ্ছে ২৮ নভেম্বর ২০২৫, সকাল ৯টা ২০ মিনিটে। জ্যোতিষ বলছে, এই পরিবর্তনের জেরে তৈরি হচ্ছে বিপরীত রাজযোগ, যার প্রভাব পড়বে সরাসরি কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকাদের উপর।
বিশেষজ্ঞরা বলছেন, শনির এই গতি পরিবর্তনের ফলে জীবনের একাধিক ক্ষেত্রে দরজার তালা খুলে যাবে। কর্মক্ষেত্র থেকে অর্থলাভ, পুরনো সমস্যা থেকে মুক্তি। সব মিলিয়ে এই তিন রাশির জাতক-জাতিকাদের জন্য এটি হয়ে উঠতে পারে বহুদিনের অপেক্ষার অবসান।
কী বলছে রাশিফল?
কর্কট রাশি
বহুদিন ধরে যাঁরা কর্মক্ষেত্রে একঘেয়েমি বা স্থবিরতায় ভুগছিলেন, তাঁদের জন্য খুলে যেতে পারে সাফল্যের নতুন পথ। সম্ভাবনা রয়েছে পদোন্নতির, হতে পারে নতুন কোনও দায়িত্বভারও। অর্থভাগ্যেও আসতে পারে সুখবর।
বৃশ্চিক রাশি
যাঁদের জীবনে বারবার বাধা এসে দাঁড়াচ্ছিল, তাঁদের জন্য শুরু হতে পারে নতুন অধ্যায়। আটকে থাকা কাজগুলি গতি পাবে, দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান মিলতে পারে এই সময়ে। সঞ্চয় বা লগ্নিতেও দেখা দিতে পারে ইতিবাচক পরিবর্তন।
মীন রাশি
শনি এই রাশিতেই মার্গী হচ্ছে। ফলে বলা যেতেই পারে, এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা একেবারে স্বর্ণ সুযোগ। ভাগ্যচক্র ঘুরতে শুরু করবে, মিলতে পারে কাঙ্খিত সাফল্য ও আর্থিক সমৃদ্ধি। যাঁরা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করছেন, তাঁরাও পেতে পারেন কাঙ্ক্ষিত স্বীকৃতি।