Shani Gochar 2026: শনির অবস্থানে বিরাট বড় বদল, মার্চে সূর্যপুত্রের কৃপায় ৪ রাশির বাম্পার সুখ

মার্চ মাসে উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে শনির গোচর হতে চলেছে। ২১ মার্চ ২০২৬ সালে, বিকেল ৪টের সময় প্রবেশ করবে। শনির এই নক্ষত্র গোচর ১২টি রাশির ৪টি রাশির ওপর বিশেষ করে প্রভাব ফেলবে।

Advertisement
শনির অবস্থানে বিরাট বড় বদল, মার্চে সূর্যপুত্রের কৃপায় ৪ রাশির বাম্পার সুখ  শনির নক্ষত্র পদ গোচর
হাইলাইটস
  • মার্চ মাসে উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে শনির গোচর হতে চলেছে।

মার্চ মাসে উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে শনির গোচর হতে চলেছে। ২১ মার্চ ২০২৬ সালে, বিকেল ৪টের সময় প্রবেশ করবে। শনির এই নক্ষত্র গোচর ১২টি রাশির ৪টি রাশির ওপর বিশেষ করে প্রভাব ফেলবে। আসুন এই ৪ রাশি কারা, তা জেনে নিন। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য শনির পদ নক্ষত্র গোচর বড় লাভ করতে পারেন। কেরিয়ার-ব্যবসায় অগাধ উন্নতি এবং বড় অর্থলাভ করতে পারবেন। চাকুরিজীবিদের বড় পদ অর্জন করবেন। নতুন যোজনা সফল হবে এবং নতুন কিছু শুরু করার জন্য এই সময় খুবই ভাল। জীবনসঙ্গীর পূর্ণ সঙ্গ পাবেন। প্রেম সম্পর্ক আরও মধুর হবে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য শনির পদ নক্ষত্র গোচর শুভ ও লাভদায়ক সিদ্ধ হবে। আয়ের রাস্তা খুলে যাবে। নতুন নতুন উৎস থেকে অর্থলাভ হবে। কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। ব্যবসায় হঠাৎ করে উন্নতি হবে। অসুস্থতা থেকে মুক্তি পাবেন। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য শনির গোচর শুভ পরিণাম দেবে। সুখ-সুবিধা বৃদ্ধি হবে। সম্পত্তি ও গাড়ি সংক্রান্ত সমস্যা দূর হবে। পারিবারিক জীবনে সুখ বাড়বে। কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে। ছোট খাটো সফরে যেতে পারেন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য শনির পদ নক্ষত্র গোচর বিশেষ লাভ দেবে। জাতকদের পরিশ্রমের পুরো ফল পাবেন। ভাই-বোনেদের সঙ্গে বিবাদ মিটবে। কোনও পুরনো ইচ্ছা সম্পূর্ণ হবে। নতুন চাকরি পাওয়ার এটা ভাল সময়। 

POST A COMMENT
Advertisement