Saturn Transit 2025: পুজোর পরেই শনির বিরাট চাল! টাকা, প্রেমের জোয়ার ৩ রাশিতে

Saturn Transit 2025: এই মুহূর্তে শনি দেব মীন রাশিতে অবস্থান করছেন। তবে খুব শীঘ্রই তাঁর গতি বদলাতে চলেছে। আগামী ৩ অক্টোবর রাত ৯টা ৪৯ মিনিটে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তনের ফলে সব রাশির জীবনেই আলাদা আলাদা প্রভাব পড়বে।

Advertisement
পুজোর পরেই শনির বিরাট চাল! টাকা, প্রেমের জোয়ার ৩ রাশিতেশনির কৃপায় ৩ রাশির সৌভাগ্যপ্রাপ্তির যোগ।
হাইলাইটস
  • এই মুহূর্তে শনি দেব মীন রাশিতে অবস্থান করছেন।
  • আগামী ৩ অক্টোবর রাত ৯টা ৪৯ মিনিটে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন।
  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তনের ফলে সব রাশির জীবনেই আলাদা আলাদা প্রভাব পড়বে।

Saturn Transit 2025: এই মুহূর্তে শনি দেব মীন রাশিতে অবস্থান করছেন। তবে খুব শীঘ্রই তাঁর গতি বদলাতে চলেছে। আগামী ৩ অক্টোবর রাত ৯টা ৪৯ মিনিটে শনি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তনের ফলে সব রাশির জীবনেই আলাদা আলাদা প্রভাব পড়বে। তবে কয়েকটি রাশির জন্য বিশেষভাবে এই সময়টা শুভ হয়ে উঠতে পারে। পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন গুরু বৃহস্পতি। ফলে শনির এই গমনের ফলে জীবনে নানা ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিবাহে বাধা থেকে মুক্তি মিলতে পারে। আর্থিক লাভের সুযোগ এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। শুধু তাই নয়, নতুন শক্তি ও উদ্যম পাবেন। মনে আনন্দ, পজিটিভ ভাব থাকবে। তাই সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকরা বেশি লাভবান হবেন।

কর্কট রাশি
কর্কট রাশির জন্য সময়টি অত্যন্ত অনুকূল। এতদিন যে কাজকর্ম বা পরিকল্পনা আটকে ছিল, তা গতি পাবে। বড়দের আশীর্বাদে ব্যবসা এগিয়ে যাবে। আত্মীয়-পরিজনের স্নেহ পাওয়া যাবে, আত্মবিশ্বাস বাড়বে। সামাজিক ক্ষেত্রেও নতুন পরিচিতি তৈরি হতে পারে। দীর্ঘদিনের কিছু ইচ্ছে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ঋণজনিত চিন্তা দূর হবে, আর মানসিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়ে উঠবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের কাঙ্ক্ষিত সাফল্য মিলবে। জমি-বাড়ি নিয়ে যে বিরোধ ছিল, তা মিটে যেতে পারে। ব্যবসার পাশাপাশি নতুন কোনও উদ্যোগ শুরু করার সম্ভাবনাও জোরালো। পারিবারিক ও ব্যক্তিগত জীবনে মিলবে শান্তি ও সমন্বয়। প্রেমের সম্পর্কে দৃঢ়তা আসবে। ভ্রমণে বেরোতে হতে পারে। এতদিনের পরিশ্রম ও সংগ্রামের সঠিক ফল মিলবে। পুরনো কোনও বিনিয়োগ বা লেনদেন থেকেও আর্থিক লাভ সম্ভব।

মীন রাশি
মীন রাশির জন্য শনির এই গমনে বিশেষ আশীর্বাদ মিলবে। পূর্বপুরুষের সম্পত্তি লাভের যোগ তৈরি হচ্ছে। ভাগ্য সঙ্গ দেবে। প্রেমের সম্পর্কে মিলবে আনন্দ ও আত্মীয়তা। নতুন বাড়ি, জমি বা দোকান কেনার পরিকল্পনা থাকলে, এতদিনের বাধা দূর হবে। একের পর এক ইচ্ছে পূর্ণ হওয়ার সম্ভাবনা। তবে মানসিক শান্তি বজায় রাখা জরুরি।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement