Shani Nakshatra Parivartan: ২০২৬ সালে ৩ বার নক্ষত্র পরিবর্তন করবে শনি, এই ৩ রাশির সব স্বপ্ন পূরণ হবে

জ্যোতিষ শাস্ত্র মতে, কোনও নতুন বছর শুরু হলে গ্রহের চালে বড় পরিবর্তন হয়। পাশাপাশি নক্ষত্র এবং গ্রহের পরিবর্তীত দশার জন্য মানুষের জীবনও প্রভাবিত হয়। আর এমনটাই হতে চলেছে ২০২৬ সালেও। এই বছর ৩ বার নক্ষত্র পরিবর্তন করবেন শনিদেব। যার প্রভাব অবশ্যই পড়বে মানুষের জীবনে।

Advertisement
২০২৬ সালে ৩ বার নক্ষত্র পরিবর্তন করবে শনি, এই ৩ রাশির সব স্বপ্ন পূরণ হবে শনির নক্ষত্র পরিবর্তন
হাইলাইটস
  • কোনও নতুন বছর শুরু হলে গ্রহের চালে বড় পরিবর্তন হয়
  • নক্ষত্র এবং গ্রহের পরিবর্তীত দশার জন্য মানুষের জীবনও প্রভাবিত হয়
  • ৩ বার নক্ষত্র পরিবর্তন করবেন শনিদেব

জ্যোতিষ শাস্ত্র মতে, কোনও নতুন বছর শুরু হলে গ্রহের চালে বড় পরিবর্তন হয়। পাশাপাশি নক্ষত্র এবং গ্রহের পরিবর্তীত দশার জন্য মানুষের জীবনও প্রভাবিত হয়। আর এমনটাই হতে চলেছে ২০২৬ সালেও। এই বছর ৩ বার নক্ষত্র পরিবর্তন করবেন শনিদেব। যার প্রভাব অবশ্যই পড়বে মানুষের জীবনে।

আসলে জ্যোতিষ মতে, শনি হলেন ন্যায়প্রিয় দেবতা। তিনি কর্মফল দান করেন। আর সেই শনিই বদলে ফেলবে নিজের চাল। যার ফলে আর্থিক জীবনে বড়সড় প্রভাব পড়ার রয়েছে সম্ভাবনা।

জ্যোতিষ মতে, ২০ জানুয়ারি দুপুর ১২টা বেজে ১৩ মিনিটে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শনি। তারপর ১৭ মে শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে দুপুর ৩টে বেজে ৪৯ মিনিটে। তারপর অক্টোবর ৯-তে শনি আবার উত্তরাভাদ্রপদে প্রবেশ করবে। আর সেই কারণেই কিছু রাশির জীবন সুখে ভরে যাবে। তাদের আর্থিক জীবন শুধরে যাবে।

কর্কট রাশি

২০২৬ সালে দারুণ যাবে কর্কট রাশির। এই রাশির জাতকদের পরিশ্রম এতদিনে সুবিচার পাবে। কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পাশাপাশি চাকরি জীবনে আসবে স্টেবিলিটি। শুধু তাই নয়, এই সময় জীবনে আর্থিক লাভও হবে। কোনও থেমে থাকা কাজ হয়ে যাবে। পারিবারিক জীবনও হাসিখুশিতে কেটে যাবে। পুরনো সব ঝামেলা-অশান্তি থেকে মুক্তি পাবেন। যারা এতদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, তারা নতুন ভাল কাজ পেয়ে যাবেন। পাশাপাশি ব্যক্তিগত স্তরে বাড়বে আত্মবিশ্বাস। সব কাজে এগিয়ে যাওয়ার সাহস পাবেন।

সিংহ রাশি

শনির আশীবার্দে সময়টা ভালই যাবে সিংহ রাশির। আপনি নিজের কষ্টের দাম এতদিনে পাবেন। বস আপনার কাজে সন্তুষ্ট হবেন। তাই মাথায় চাপতে পারে নতুন দায়িত্ব। নেতৃত্ব দেওয়ার রোলেও যেতে পারেন। পাশাপাশি সম্মান পাবেন এই সময়। সেই সঙ্গে হাতে আসবে টাকা। পুরনো কোনও বিনিয়োগ থেকে এখন লাভ পাবেন।

এছাড়া এই সময় আপনাদের সংসারেও বিরাজ করবে শান্তি। পাশাপাশি সকলে আপনাকে সম্মান করবেন। অর্থাৎ এই সময়টা আপনাদের দারুণ কাটবে।

Advertisement

মীন রাশি

এই রাশির জাতকদের জন্যও ২০২৬ সালটা দারুণ কাটতে চলেছে। এই সময় আপনার কেরিয়ারে বিরাট বদল আসবে। প্রমোশন হতে পারে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তারাও হু হু করে এগিয়ে যাবেন। লাভের অঙ্ক বাড়তে থাকবে। জমি নিয়ে কোনও সমস্যা থাকলে, সেটাও মিটে যাবে। মামলা, মোকদ্দমাও মিটবে। এই সময়টা আপনি মানসিকভাবে অনেক বেশি দৃঢ় হয়ে উঠবেন। পাশাপাশি হাতে হবে অর্থ সমাগম। সংসারে শান্তি থাকবে।

 

POST A COMMENT
Advertisement