৩ অক্টোবরে শনি নক্ষত্র পরিবর্তন করছে। এখন শনি উত্তরাভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং দশমীর পরের দিন গোচর করে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বভাদ্রপদ নক্ষত্রের স্বামী বৃহস্পতি। শনির গুরুর নক্ষত্রে প্রবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শনির এই নক্ষত্র গোচর ৩ রাশির ওপর অশুভ প্রভাব। এই জাতকদের জীবনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কেরিয়ারে চড়াই-উৎরাই দেখা দেবে। আর্থিক ক্ষতি হতে পারে।
শনির সাড়ে সাতির প্রভাব
মেষ, কন্যা ও মীন রাশি, এদের ওপর শনির নক্ষত্র পরিবর্তন খারাপ প্রভাব ফেলবে। এদের সঙ্গে অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। মেষ ও মীন রাশির ওপর শনির সাড়ে সাতি চলছে এমনিতেই, তাই এই নক্ষত্র গোচর আরও কষ্টদায়ক হতে চলেছে। তাই এই রাশিদের বিশেষ সাবধানে থাকতে হবে। এই সময় কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। কারোর সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াবেন না, কারণ আপনার ওপর শনির সোজা নজর রয়েছে।
২ রাশির জন্য শুভ
তবে শনির নক্ষত্র গোচরের ফলে ২টি রাশির ওপর শুভ প্রভাব পড়বে। শনি এঁদের অর্থলাভ করাবে। কেরিয়ারে উন্নতি হতে পারে এবং বিনিয়োগ থেকে অর্থলাভ হবে। দেখে নিন সেই লাকি রাশি কারা।
কুম্ভ রাশি
শনির নক্ষত্র পরিবর্তন কুম্ভ রাশির জন্য সৌভাগ্য নিয়ে আসবে। কুম্ভ রাশির অধিপতি শনি স্বয়ং। এই জাতকদের তাই বিশেষ লাভ প্রাপ্তি হবে। এদের চাকরিতে পদোন্নতি হবে। বেতন বাড়বে হু হু করে। অক্টোবর মাস এদের জন্য শুভ সংবাদ নিয়ে আসবে। আর্থিক দিক মজবুত হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। পুজোর পর বিভিন্ন উৎস থেকে অর্থ পাবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জন্য শনির নক্ষত্র গোচর দারুণ শুভ ফল এনে দেবে। অক্টোবরে মান-সম্মান সব পাবেন। ব্যবসা থেকে লাভ পাবেন। চাকরিতে প্রশংসা পাবেন উচ্চ আধিকারিকদের থেকে। অর্থলাভ হবে এইমাসে জমিয়ে। ব্যক্তিগত জীবনেও সব কাজ খুব সহজেই হয়ে যাবে।