Shani Bakri Effect: সূর্যের দৃষ্টিতে হলেন ডাবল শক্তিশালী শনি, সাফল্য আর ধনলাভ ৩ রাশির

Shani Bakri Effect: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সম্প্রতি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। আর তারপরেই মীন রাশিতে অবস্থানরত বক্রগতির শনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন।

Advertisement
সূর্যের দৃষ্টিতে হলেন ডাবল শক্তিশালী শনি, সাফল্য আর ধনলাভ ৩ রাশিরশনির কৃপায় এই ৩ রাশি।
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সম্প্রতি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে।
  • আর তারপরেই মীন রাশিতে অবস্থানরত বক্রগতির শনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন।
  • সাধারণত সূর্য ও শনি একে অপরের শত্রু গ্রহ হলেও এবার এক অদ্ভুত যোগ তৈরি হয়েছে।

Shani Bakri Effect: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সম্প্রতি সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। আর তারপরেই মীন রাশিতে অবস্থানরত বক্রগতির শনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। সাধারণত সূর্য ও শনি একে অপরের শত্রু গ্রহ হলেও এবার এক অদ্ভুত যোগ তৈরি হয়েছে। সূর্যের দৃষ্টি পড়েছে শনির উপর। এর ফলে ১৭ অক্টোবর পর্যন্ত শনি দ্বিগুণ শক্তিশালী হয়ে থাকবেন। এই বিশেষ সময়কালে কয়েকটি রাশির জাতকের ভাগ্যে সাফল্য, ধনলাভ ও নানা শুভফল আসতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জন্য সূর্য-শনি সংযোগ বিশেষ আশীর্বাদস্বরূপ হতে চলেছে। শনির ডাবল শক্তির প্রভাবে ভাগ্যচক্র ঘুরে যেতে পারে। অবিবাহিতদের জীবনে আসতে পারে বিয়ের প্রস্তাব। দীর্ঘদিন ধরে যে অসুস্থতা ভোগাচ্ছিল, তাতেও মিলবে আরাম। ধর্মীয় ও শুভকর্মে অংশগ্রহণের সুযোগ পাবেন। পারিবারিক শান্তি ও মানসিক স্বস্তি দুটোই জুটবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর ও শনির দৃষ্টি নতুন নতুন সুযোগ এনে দেবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে উচ্চপদস্থদের কাছ থেকে পাবেন প্রশংসা। পদোন্নতি বা আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। তবে অযথা খরচের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিদ্বন্দ্বীদের উপর জয় পেতে পারেন। কোথাও থেকে সম্পত্তি বা আর্থিক লাভ আসার ইঙ্গিত রয়েছে।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই সময় সমাজে সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অচল কাজ আবার শুরু হবে। স্বাস্থ্যও ভাল থাকবে। শনির প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে, আর জীবনে নতুন আনন্দের বার্তা আসবে। যাঁরা নতুন উদ্যোগ নিতে চাইছেন, তাঁদের জন্য সময়টি উপযুক্ত। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement