Shani Sade Sati Good News: তিন রাশির জন্য স্বস্তির বার্তা, জানুয়ারি শেষের আগেই বাড়বে ব্যাঙ্ক ব্য়ালান্স

Shani Sade Sati 2026: ২০২৬ সালে শনি সাড়েসাতির প্রভাব চলছে তিনটি রাশির উপর। তিন রাশির জাতক-জাতিকারা সাড়েসাতির বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।

Advertisement
তিন রাশির জন্য স্বস্তির বার্তা, জানুয়ারি শেষের আগেই বাড়বে ব্যাঙ্ক ব্য়ালান্সএকাধিক শক্তিশালী রাজযোগ, যার সুফল মিলতে পারে সাড়েসাতির প্রভাবাধীন রাশিগুলিরও।
হাইলাইটস
  • ২০২৬ সালে শনি সাড়েসাতির প্রভাব চলছে তিনটি রাশির উপর।
  • তিন রাশির জাতক-জাতিকারা সাড়েসাতির বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
  • একাধিক শক্তিশালী রাজযোগ, যার সুফল মিলতে পারে সাড়েসাতির প্রভাবাধীন রাশিগুলিরও।

Shani Sade Sati 2026: ২০২৬ সালে শনি সাড়েসাতির প্রভাব চলছে তিনটি রাশির উপর। তিন রাশির জাতক-জাতিকারা সাড়েসাতির বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সাধারণত শনি সাড়েসাতিকে কঠিন সময় হিসেবে ধরা হলেও, চলতি সময়ে গ্রহগত অবস্থান কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মকর রাশিতে একসঙ্গে চারটি গ্রহের অবস্থান তৈরি করেছে একাধিক শক্তিশালী রাজযোগ, যার সুফল মিলতে পারে সাড়েসাতির প্রভাবাধীন রাশিগুলিরও। জ্যোতিষ বিশারদদের মতে, বর্তমানে মকর রাশিতে বুধ ও সূর্যের সংযোগে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ। একই রাশিতে শুক্র ও বুধের যুগলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং সূর্য ও শুক্রের মিলনে গঠিত হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। পাশাপাশি, এই সময়ে রুচক রাজযোগ এবং মঙ্গলাদিত্য রাজযোগও সক্রিয় রয়েছে। একাধিক রাজযোগের সম্মিলিত প্রভাবে শনি সাড়েসাতির চাপ অনেকটাই হালকা হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। তার প্রভাব পড়তে পারে কর্মজীবন, অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনে।

মেষ রাশি
মেষ রাশির উপর বর্তমানে শনি সাড়েসাতির প্রথম পর্যায় চলছে। এই পর্যায়ে সাধারণত কাজের জায়গায় বাধা-বিপত্তি বাড়ে। তবে পাঁচটি বড় রাজযোগের প্রভাবে সেই সমস্যা অনেকটাই কমতে পারে। কর্মক্ষেত্রে যে জটিলতা তৈরি হচ্ছিল, তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। আয়ের নতুন পথ খুলতে পারে বলেও ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সামাজিক সম্মান ও পরিচিতি বাড়তে পারে। পাশাপাশি পড়ুয়া সন্তানদের মনোযোগ বাড়ার লক্ষণ রয়েছে। সরকারি বা প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও লাভের যোগ তৈরি হচ্ছে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে শনি সাড়েসাতির শেষ পর্যায় চলছে। এই রাশির অধিপতি স্বয়ং শনিদেব হওয়ায়, দীর্ঘদিনের কষ্টের পর এবার স্বস্তি আসতে পারে। জ্যোতিষ মতে, শনি-প্রভাবিত রাশিতে তৈরি হওয়া রাজযোগ সুখ-সুবিধা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বাড়ি, গাড়ি কিংবা নতুন সম্পত্তি সংক্রান্ত সুখ মিলতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক ভ্রমণের যোগও রয়েছে। মানসিক দিক থেকে শান্তি ফিরতে পারে বলেই মত জ্যোতিষীদের।

Advertisement

মীন রাশি
মীন রাশির উপর চলছে শনি সাড়েসাতির দ্বিতীয় পর্যায়, যা সাধারণত সবচেয়ে কঠিন বলে ধরা হয়। তবে বর্তমান গ্রহগত অবস্থান এই রাশির জাতকদের জন্য আশার আলো দেখাচ্ছে। পাঁচটি বড় রাজযোগের প্রভাবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ধনাগম বাড়তে পারে, একই সঙ্গে খরচ নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত মিলছে। সঞ্চয় সহজ হবে বলে মনে করছেন জ্যোতিষীরা। গুরুত্বপূর্ণ কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ আসবে এবং পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হতে পারে। পরিবারে চলতে থাকা অশান্তি বা টানাপড়েন মিটে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

POST A COMMENT
Advertisement