শনির সাড়েসাতিবৈদিক জ্যোতিষে শনির ভূমিকা ন্যায়াধিকার বলেই মনে করা হয়। তবে যখন শনির রাশিতে শুভ গ্রহের মহাসংযোগ তৈরি হয়, তখন কঠিন সময়ও বদলে যেতে পারে। এই সময় শনি মীন রাশিতে গোচর করছে, যার কারণে মেষ, কুম্ভ ও মীন রাশিতে সাড়েসাতি চলছে। সাধারণত সাড়েসাতি চলার সময়ে বেশ সংঘর্ষের মুখোমুখি হতে হয়। কিন্তু ২০২৬ সালের জানুয়ারি মাসে হওয়ায় বিশেষ গ্রহযোগ এই ধারণাকে বদলাতে চলেছে।
কী কী যোগ তৈরি হবে?
২০২৬ সালে জানুয়ারিতে শনির অধিপতি মকর রাশিতে বুধ, সূর্য, শুক্র ও মঙ্গলের একসঙ্গে বিরাজ করবে। এই ৪ গ্রহের যুতিতে মকর রাশিতে একের পর এক পাঁচ শক্তিশালী রাজযোগ নির্মাণ হবে, যা শুধু মকর রাশির জন্য নয়, সাড়েসাতি চলছে যে তিন রাশির ওপর তাঁদের জন্য শুভ সঙ্কেত নিয়ে আসবে। মকর রাশিতে বুধ ও সূর্যের যুতিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে, যা বুদ্ধি, প্রশাসনিক, ক্ষমতা ও কেরিয়ারের গ্রোথকে মজবুত করবে। বুধ ও শুক্রের যুতিতে তৈরি লক্ষ্মী নারায়ণ রাজযোগে ধন, বৈভব ও সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। অপরদিকে, মঙ্গল তাঁর উচ্চ রাশি মকরে গোচর করে রুচক পঞ্চ মহাপুরুষ রাজযোগের নির্মাণ করবে। যা সাহস, নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। এরই সঙ্গে সূর্য-শুক্রের যুতিতে শুক্রাদিত্য রাজযোগ ও সূর্য-মঙ্গলের যুতিতে মঙ্গলাদিত্য রাজযোগ তৈরি কবে। শনির রাশিতে এইসব রাজযোগকে খুভি ফলদায়ক বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি
মেষ রাশিতে শনির সাড়েসাতির প্রথম চরণ চলছে। ২০২৬-এর জানুয়ারিতে তৈরি হওয়া রাজযোগ কেরিয়ারে আসা বাধা দূর করবে। চাকরি ও ব্যবসায় স্থিরতা আসবে। বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা পাবেন। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে ও সরকারি বা প্রশাসনিক ক্ষেত্র থেকে লাভ পেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ওপর সাড়েসাতির শেষ চরণ চলছে। শনি কুম্ভের অধিপতি, তাই এই রাশির জাতকদের ওপর শনির প্রভাব অপেক্ষাকৃত কম হবে। এঁরা এই সময় জাগতিক সুখ-সুবিধা পাবে। ধার্মিক বা আধ্যাত্মিক যোগ তৈরি হবে। মানসিক অশান্তি কম হবে। বাহন বা সম্পত্তি সংক্রান্ত যুক্ত যোজনা সফল হবে।
মীন রাশি
মীন রাশির ওপর সাড়েসাতির দ্বিতীয় চরণ চলছে, যা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে জানুয়ারিতে হওয়া রাজযোগ মীন রাশির জন্য স্বস্তি নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতি শুধরাবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। বন্ধু ও সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। কেরিয়ারে উন্নতির সঙ্কেত পাবেন, পারিবারিক জীবনে মধুরতা বাড়বে।