Shani Sade Sati Effect: শনির সাড়েসাতির প্রভাব তীব্র হবে, বছর শেষে সতর্ক থাকুন ৩ রাশি

Shani Sade Sati Effect: বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। ফলে মীন রাশির পাশাপাশি কুম্ভ রাশির জাতকরাও শনির সাড়েসাতির প্রভাবে রয়েছেন। ধীরগতির এই গ্রহটি নয় গ্রহের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় কোনও রাশিতে অবস্থান করে—প্রায় আড়াই বছর ধরে।

Advertisement
শনির সাড়েসাতির প্রভাব তীব্র হবে, বছর শেষে সতর্ক থাকুন ৩ রাশি শনিদেবের প্রভাব
হাইলাইটস
  • বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে।

বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। ফলে মীন রাশির পাশাপাশি কুম্ভ রাশির জাতকরাও শনির সাড়েসাতির প্রভাবে রয়েছেন। ধীরগতির এই গ্রহটি নয় গ্রহের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় কোনও রাশিতে অবস্থান করে—প্রায় আড়াই বছর ধরে। সেই হিসাবে ২০২৬ সালে ও বছরের শুরুতেই শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। প্রথমে থাকবে পূর্বভাদ্রপদ, তারপর যাবে উত্তরভাদ্রপদে, এবং শেষে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে। এই সময় শনির সাড়েসাতির প্রভাব আরও তীব্র হবে। ফলে তিন রাশির জাতকদের জীবনে নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারেনি, মীন রাশিতেই অবস্থান করবে।

মেষ রাশি
মেষ রাশিশনির প্রভাবে মীন রাশির জাতকরা পরিশ্রমের সঠিক ফল পাবেন। তবে যে বিষয়ে দ্বিধা বা সঙ্কোচ থাকবে, সেই দিক থেকে আপাতত দূরে থাকাই শ্রেয়। ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি হবে। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে, যদিও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা দরকার। পেশা ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, কিন্তু অহঙ্কার বা রূঢ় ব্যবহার বিপত্তি ডেকে আনতে পারে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশি২০২৬ সালে কুম্ভ রাশির জন্য শনির সাড়েসাতির শেষ অধ্যায় চলবে। মানসিক চাপ বাড়লেও পরিকল্পনা করে এগোলে পরিস্থিতি অনুকূলে আনা সম্ভব। একসঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হতে পারে, তাই ধৈর্য ও সময় ব্যবস্থাপনা জরুরি। অতিরিক্ত চিন্তা না করে মনোযোগ ধরে রাখলে পেশাগত ক্ষেত্রে উন্নতি সম্ভব। সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখাই মঙ্গলজনক।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য এই সময়টা মিশ্র ফলদায়ক। সৎ পথে চললে শনির কুপ্রভাব অনেকটাই কমে যাবে। কাজের চাপ ও মানসিক উদ্বেগ বাড়লেও শান্ত মন নিয়ে পরিস্থিতি সামলানোই শ্রেয়। কিছু বিষয় অস্পষ্ট লাগলেও তাতে অতিরিক্ত মাথা ঘামানো ঠিক নয়। পুরনো খারাপ অভ্যাস ত্যাগ করে নীতি ও আদর্শে অবিচল থাকলে শেষ পর্যন্ত স্থিতি ও সাফল্য মিলবে।


 

POST A COMMENT
Advertisement