Shani Rashifal: শনির কৃপায় দিওয়ালি পর্যন্ত ৫ রাশির সাফল্যের ফুলঝুরি ছুটবে

Shani Vakri 2025: ১৩ জুলাই থেকে শুরু হয়েছে শনির বক্রী চলন। আগামী ১৩৮ দিন, অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত শনির বক্রী চলন বজায় থাকবে। জেনে নিন বক্রী শনির প্রভাবে দীপাবলি পর্যন্ত দেদার উন্নতির সুযোগ পাবেন কোন কোন রাশির জাতকরা।

Advertisement
শনির কৃপায় দিওয়ালি পর্যন্ত ৫ রাশির সাফল্যের ফুলঝুরি ছুটবেশনির কৃপায় দিওয়ালি পর্যন্ত ৫ রাশির সাফল্যের ফুলঝুরি ছুটবে

Shani Vakri 2025 Lucky Rashi:  শনি এক-একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে। ২০২৫-এ শনি প্রভাব উল্লেখযোগ্য ভাবে বিভিন্ন রাশির জাতকদের উপর পড়ছে। এই বছরেই কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে শনি। এবার গ্রহরাজ শনি উল্টোপথে ঘোরা শুরু করেছে।

১৩ জুলাই থেকে শুরু হয়েছে শনির বক্রী চলন। আগামী ১৩৮ দিন, অর্থাৎ ২৮ নভেম্বর পর্যন্ত শনির বক্রী চলন বজায় থাকবে। জেনে নিন বক্রী শনির প্রভাবে দীপাবলি পর্যন্ত দেদার উন্নতির সুযোগ পাবেন কোন কোন রাশির জাতকরা।

মিথুন (Gemini)
শনির বক্রী চলন লাভজনক হতে চলেছে মিথুন রাশির জাতকদের জন্য। বক্রী শনির প্রভাবে দীপাবলি পর্যন্ত দারুণ ভালো সময় চলবে এই রাশির জাতকদের। চাকরি ও ব্যবসায় বড় উন্নতি করার যোগ আছে। আর্থিক ভাবেও লাভবান হবেন। নতুন চাকরি পেতে পারেন। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে।

কর্কট (Cancer)
কর্কট রাশির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাফল্যের সুযোগ নিয়ে এসেছে। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অর্থলাভ হতে পারে। এই সময় পাওনা টাকা পেয়ে যাবেন। সব সমস্যার সমাধান হবে। নতুন কিছু শুরু করার জন্য সময়টা উপযুক্ত।

মকর (Capricorn)
শনি আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে এবং বিপরীতমুখী হওয়ার পরে দ্বিতীয় ঘরে ফল দেবে। এর ফলে, আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এবং আপনার কাজের প্রশংসাও হবে। এই সময়ে, আপনি কোথাও থেকে আটকে থাকা অর্থও পেতে পারেন।

তুলা (Libra)
আইনি মামলায় জয় পাবেন তুলা রাশির জাতকরা। এই সময় নেওয়া বড় সিদ্ধান্ত আপনার জন্য লাভজনক হবে। আটে থাকা টাকা পেয়ে যাওয়ায় আর্থিক সমস্যা মিটে যাবে। কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন। নতুন চাকরিও পেতে পারেন।

মীন (Pisces)
মীন রাশির জাতকরা আপনাকে দ্বাদশ ঘরের শুভ ফল দেবে। এছাড়াও, আপনার রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে। তবে শনির বিপরীতমুখী হওয়ার পরে, সাড়ে সতির ঝামেলা কমে যাবে। কেরিয়ারে লাভ হবে। আর্থিক সুরাহা মিলবে। পারিবারিক শান্তি আসবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement