Shani Good Effects: শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে বক্রি রয়েছেন। এর পরে, ৪ নভেম্বর, ২০২৩, শনি ১২:৩১ টা থেকে মার্গী হবেন। শনি আসার সঙ্গে সঙ্গে অনেক রাশির জাতক জাতিকার ভাগ্য উজ্জ্বল হবে। শনিদেব ১৭ জুন, ২০২৩-এ রাত ১০:৫৬ টায় কুম্ভ রাশিতে গমন করছিলেন। ১৪ দিন পিছিয়ে থাকার পর, শনি এখন ৪ নভেম্বর ২০২৩-এ মার্গী হবেন এবং অনেক রাশিচক্রের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করবেন।
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, ঠিক তেমনই গুরুত্ব রয়েছে শনি গ্রহের। শনি গ্রহের নাম শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, তার কারণ যখন কোনও রাশির ব্যক্তিদের উপর শনি অশুভ দৃষ্টিতে তখন যেকোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না, আর্থিক দিকে তিনি পিছিয়ে পরেন। নভেম্বর মাসের ৪ তারিখ শনি কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছে।
বৃষ রাশি (Taurus)
শনি বিপরীতমুখী হওয়ার কারণে খুব লাভ হবে বৃষ রাশির ব্যক্তিদের। এসময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। আপনার যারা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যদি আপনি সরকারি চাকরির প্রস্তুতি দেন সেখানেও খুব ভালো সময় শুরু হবে। আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনায় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন।
বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। চাকরি থেকে ব্যবসায় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন।কর্মজীবনে আপনার সফলতা আসবে । যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকের লাভ হবে। তাছাড়া এসময় আপনি যদি সরকারি চাকরিতে কর্মরত হন। তাছাড়া যারা কর্মজীবনে যুক্ত তাদের চাকরিতে স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তির মালিক হবেন আপনিও। এসময় গাড়ি, বাড়ি কিনতে পারেন।
মেষ রাশি (aries)
মেষ রাশির ব্যক্তিদের সাফল্য সময় শুরু হবে। এই সময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি জীবনে নতুন কিছু কেনার কথা ভাবেন কিনতে পারবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করলে আপনার সেখানে সফলতা আসবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। তবে, এসময় দূরে কোথাও ঘুরতে গেলে বাবা-মায়ের পরামর্শ নিয়ে তবেই যাবেন।