May Last Week Zodiacs: মে মাসের শেষ সপ্তাহে ভাগ্য খুলবে ৪ রাশির, কাদের সুখ-উন্নতি?

সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। মে মাসের শেষ সপ্তাহে শশীআদিত্য রাজযোগের শুভ প্রভাব থাকবে। যার ফলে শেষ সপ্তাহে ৪ রাশির জাতকদের ভাগ্য খুলবে। জেনে নিন বিশদে...

Advertisement
মে মাসের শেষ সপ্তাহে ভাগ্য খুলবে ৪ রাশির, কাদের সুখ-উন্নতি?ভাগ্য বদলাবে ৪ রাশির জাতকদের।
হাইলাইটস
  • সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ।
  • মে মাসের শেষ সপ্তাহে শশীআদিত্য রাজযোগের শুভ প্রভাব থাকবে।
  • শেষ সপ্তাহে ৪ রাশির জাতকদের ভাগ্য খুলবে।

সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। মে মাসের শেষ সপ্তাহে শশীআদিত্য রাজযোগের শুভ প্রভাব থাকবে। যার ফলে শেষ সপ্তাহে ৪ রাশির জাতকদের ভাগ্য খুলবে। জেনে নিন বিশদে...

বৃষ রাশি (Taurus): 

মে মাসের শেষ সপ্তাহে কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। চাকরিতে সাফল্য আসবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পরিশ্রমের সুফল পাবেন। 

ধনু রাশি (Sagittarius): 

সাফল্য পাবেন ধনু রাশির জাতকরা। কোনও সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। 

কন্যা রাশি (Virgo): 

ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। 

কর্কট রাশি (Cancer): 

কপাল খুলবে কর্কট রাশির জাতকদের। বিনিয়োগের জন্য ভাল সময়। অর্থলাভের যোগ রয়েছে। জীবন বদলাবে।


অন্য দিকে, আগামী ২৭ মে শনি জয়ন্তী। ২৬-২৭ মে শনির জন্মতিথি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে। জ্যোতিষ মতে, এই সময়ে শুভ প্রভাব পড়বে মকর, বৃষ, তুলা রাশির জাতকদের।আগামী ২৬ মে সোমবার ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠ অমাবস্যায় ফলহারিণী কালীপুজো করা হয়। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। ভাগ্য বদলাবে বৃষ, মকর, মিথুন, তুলা রাশির জাতকদের। 
 

POST A COMMENT
Advertisement