Durga Lucky Zodiacs: পার্বতীর আশীর্বাদ পায় এই ৩ রাশি, সুখ-সাফল্যে কাটে জীবন

আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। হর-পার্বতীর পুজো করা হয় এই দিন। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই উল্লেখযোগ্য। জ্যোতিষশাস্ত্রে, দুর্গার প্রিয় এই ৩ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সুখ-সাফল্য পান তাঁরা। জেনে নিন বিশদে...

Advertisement
পার্বতীর আশীর্বাদ পায় এই ৩ রাশি, সুখ-সাফল্যে কাটে জীবনদুর্গার আশীর্বাদে কপাল খুলবে ৩ রাশির।
হাইলাইটস
  • আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি।
  • জ্যোতিষশাস্ত্রে, দুর্গার প্রিয় এই ৩ রাশির জাতকরা।
  • সব ক্ষেত্রে সুখ-সাফল্য পান তাঁরা।

আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। হর-পার্বতীর পুজো করা হয় এই দিন। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই উল্লেখযোগ্য। জ্যোতিষশাস্ত্রে, দুর্গার প্রিয় এই ৩ রাশির জাতকরা। সব ক্ষেত্রে সুখ-সাফল্য পান তাঁরা। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries): 

দুর্গার আশীর্বাদ পান মেষ রাশির জাতকরা। চাকরি-ব্যবসায় সাফল্য আসে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। সব বাধা দূরে সরিয়ে এগিয়ে যান এই রাশির জাতকরা। 

সিংহ রাশি (Leo): 

পার্বতীর কৃপায় সিংহ রাশির জাতকদের জীবন সর্বদা সুখের হয়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকে। ব্যবসা লাভজনক হয়। সাফল্য আসে জীবনে। 

তুলা রাশি (Libra): 

দেবী দুর্গার স্নেহ পান তুলা রাশির জাতকরা। সব সমস্যা থেকে রেহাই পান এই রাশির জাতকরা। আজীবন সুখ-সাফল্য পান। 

অন্য দিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ মার্চ ভোরে মীন রাশিতে উদিত হবে শুক্র। শুক্রের উদয়ে কপাল খুলবে মকর, কুম্ভ ও ধনু রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement