দৈত্যদের গুরু শুক্রকে জ্যোতিষে বিশেষ মাহাত্ম্য রয়েছে। একে ধন-বৈভব, বিয়ে, প্রেম-আকর্ষণ, ভোগ-বিলাসিতার কারক বলে মানা হয়। শুক্র এক রাশিতে প্রায় ২৬ দিন থাকে। এরকম অবস্থায় শুক্র ১২টি রাশিচক্র পূরণ করতে প্রায় এক বছর সময় নেয়। শুক্র ৯ অক্টোবর বুধের রাশি কন্যাতে প্রবেশ করবে। শুক্রের নীচ রাশি হওয়ার কারণে এর প্রভাব কম হয়ে যাবে। তবে এই রাশিতে সূর্য থাকার কারণে নীচভঙ্গ রাজযোগের সৃষ্টি হবে। এই যোগের ফলে কিছু রাশির ওপর শুক্রের সঙ্গে সূর্যের কৃপাও পাবেন। আসুন লাকি রাশি কারা জেনে নিন।
কন্যা রাশি
এই রাশির জাতকদের জন্য নীচভঙ্গ রাজযোগ শুভ প্রমাণিত হবে। অনেক ক্ষেত্রে অপার সফলতা প্রাপ্ত হবেন। দাম্পত্য জীবনে চলা অনেক সমস্যা সমাপ্ত হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসবে। চাকরীজীবীদের লাভ হবে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হবে। ব্যবসায় লাভ পাবেন। স্বাস্থ্য ভাল যাবে।
সিংহ রাশি
এই রাশির জাতকদের জন্য নীচভঙ্গ রাজযোগ বেশ লাভজনক। এই জাতকদের সঙ্গে অনেক ক্ষেত্রে লাভ পাবেন। পরিবারের সঙ্গে সমস্যা মিটে যাবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। সামাজিক কাজে অংশ নেবেন। যেটায় আপনার মান-সম্মান বাড়বে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে সফল হবেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন।
বৃশ্চিক রাশি
নীচভঙ্গ রাজযোগের নির্মাণ হলে এই রাশির জাতকদের সুখের সময় আসবে। সমাজে মান-সম্মান দ্রুত বাড়বে। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাবেন। বন্ধুদের সহযোগিতায় নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। চাকরি ও ব্যবসায় আপনি নতুন সুযোগ পাবেন। অর্থ-ঐশ্বর্য বাড়বে।