Shukra Ast Bad Effect 2026: শুক্র অস্তের জেরে প্রেম জীবন তোলপাড়, ছাব্বিশে ৩ রাশির দাম্পত্য বিগড়াতে পারে

২০২৫ সাল শেষ হতে চলেছে। আর সুখ-সমৃদ্ধি প্রদান করা শুক্র অস্ত গিয়েছে। শুক্র গ্রহ ১২ ডিসেম্বর ২০২৫ সালে অস্ত হয়ে গিয়েছে আর ২০২৬-এর ১ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। শুক্র অস্ত হতেই শুভ ও মাঙ্গলিক কাজে বাধা পড়ে যায়।

Advertisement
শুক্র অস্তের জেরে প্রেম জীবন তোলপাড়, ছাব্বিশে ৩ রাশির দাম্পত্য বিগড়াতে পারেশুক্র অস্তে কাদের বিপদ বাড়বে?
হাইলাইটস
  • যখন শুক্র গ্রহ সূর্যের খুব কাছে চলে আসে, তখন এর প্রভাব কমে যায়।

২০২৫ সাল শেষ হতে চলেছে। আর সুখ-সমৃদ্ধি প্রদান করা শুক্র অস্ত গিয়েছে। শুক্র গ্রহ ১২ ডিসেম্বর ২০২৫ সালে অস্ত হয়ে গিয়েছে আর ২০২৬-এর ১  ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে। শুক্র অস্ত হতেই শুভ ও মাঙ্গলিক কাজে বাধা পড়ে যায়। এই কারণেই খরমাস ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে, যা শেষ হবে ১৪ জানুয়ারি ২০২৬-এ। যদিও তখনও শুক্র অস্ত অবস্থায় থাকবে। যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যাবে। তাই আগামী ৩৩ দিন খুব সাবধানে থাকতে হবে কিছু রাশিকে।

শুক্র অস্তের কারণ
যখন শুক্র গ্রহ সূর্যের খুব কাছে চলে আসে, তখন এর প্রভাব কমে যায়। এরকম অবস্থায় দুর্বল শুক্র অশুভ ফল দিতে শুরু করে। একেই শুক্র অস্ত বলা হয়ে থাকে। যখন সূর্য ও শুক্রের মধ্যে দুরত্ব বাড়তে থাকে তখন শুক্রের উদয় হয়। আর তখন শুক্র আবার শক্তিশালী হতে শুরু করে। এখন শুক্র ও সূর্য উভয়ই ধনু রাশিতে রয়েছে। যেখানে শুক্র অস্ত অবস্থায় রয়েছে। এই সময়ে কিছু রাশিকে একটু সতর্ক থাকতে হবে। 

বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্র অস্ত এঁদের জীবনে নেতিবাচকতা নিয়ে আসবে। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে হবে। তাই রাগ দূরে সরিয়ে রাখুন। কারণ এতে সম্পর্ক ভাঙতে পারে। বন্ধু ও পরিবারের সঙ্গেও কোনও না কোনও সমস্যা তৈরি হবে। কেরিয়ারে কাজের চাপ বাড়তে পারে। উচ্চ আধিকারিকেরা আপনার কাজে খুশি থাকবেন না। ব্যবসায় লোকসান হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। 

তুলা রাশি
শুক্র অস্ত এঁদের জীবনে সমস্যা তৈরি করবে। এই রাশির জাতকদের জীবনে একাধিক সমস্যা আসতে পারে। স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়বে। গাড়ি বা কোথাও যাত্রার সময় সাবধানে চলাফেরা করুন। কারণ আয়ু ও দুর্ঘটনার যোগ তৈরি হয়েছে। আঘাত, দুর্ঘটনা বা হঠাৎ করে সমস্যার সৃষ্টি হতে পারে। অর্থহানির লোকসান হতে পারে। ভেবেচিন্তে অর্থ খরচ করুন। 

Advertisement

বৃশ্চিক রাশি
শুক্র অস্ত এই রাশির জাতকদের পরিবারের সঙ্গে কোনও কথা নিয়ে মতভেদ দেখা দিতে পারে। এই সময় আপনার ওপর কাজের বেশি চাপ দেখা দেবে। মানসিক অশান্তি বাড়বে। আপনি কর্মক্ষেত্রে অন্যের চেয়ে কম কাজের প্রদর্শন দেখাতে পারবেন। ব্যবসায় ভাল কোনও চুক্তি হাতছাড়া হতে পারে। প্রেম জীবনে সমস্যা দেখা দেবে, জীবনসঙ্গীর সঙ্গে বাদ-বিবাদ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।  

POST A COMMENT
Advertisement