scorecardresearch
 

Shukra Astha: অস্ত যাবে শুক্র, ৭৩ দিন পর্যন্ত করা যাবে না কোনও শুভ কাজ

Shukra Astha: শুভ মুহূর্তে শুক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো শুভ সময়ে কোনও কাজ শুরু বা শেষ করা হলে সেই কাজের সমাপ্তি ও সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়, তাই কাজের তারিখ নির্ধারণের আগে সময় বিবেচনা করা জরুরি।

Advertisement
শুক্র অস্ত শুক্র অস্ত
হাইলাইটস
  • ব্রহ্মান্ডে যখন সূর্যের খুব কাছে চলে আসে শুক্র, তখন সূর্যের তাপে অস্ত হয়ে যায় শুক্র।

শুভ মুহূর্তে শুক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো শুভ সময়ে কোনও কাজ শুরু বা শেষ করা হলে সেই কাজের সমাপ্তি ও সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়, তাই কাজের তারিখ নির্ধারণের আগে সময় বিবেচনা করা জরুরি। উপযুক্ত শুভ সময়ে কাজ শুরু করলে সাফল্য আসে, যেখানে সময় ঠিক না থাকলে কাজে বাধা আসতেই থাকে। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যে যেকোন প্রকার হিন্দু আচার-বিবাহ, উপনয়ন, মুন্ডন, গৃহ প্রবেশ ইত্যাদি কাজ নিষিদ্ধ। 

ব্রহ্মান্ডে যখন সূর্যের খুব কাছে চলে আসে শুক্র, তখন সূর্যের তাপে অস্ত হয়ে যায় শুক্র। যার ফলে শুক্রের ক্ষমতা কমে যায়। অনেকে এটাকে শুক্রের অস্ত যাওয়াও বলে থাকে। ২৮ এপ্রিল শুক্র অস্ত হবে, এখন শুক্র মেষ রাশিত বৃহস্পতি ও সূর্যের সঙ্গে রয়েছে। ৭৩ দিন এই অবস্থায় থাকার পর ১১ জুলাই শুক্র উদয় হবে এবং তারপর শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্র অস্ত যেতেই শুভ ও মাঙ্গলিক কাজে বাধা নামবে। তাই যে কোনও শুভ কাজ ১৪ এপ্রিল থেকে শুরু করে ২৭ এপ্রিল পর্যন্ত  করা যাবে। 

শুক্র অস্ত যাওয়ার পর কোন কোন কাজ করবেন না
-শুক্রের সঙ্গে চোখের সম্পর্ক রয়েছে, তাই শুক্র অস্ত গেলে যারা চোখের অপারেশন করাতে চাইছেন, তারা এই সময়টা এড়িয়ে চলুন।

আরও পড়ুন

-যে গ্রহ অস্ত যায় তার প্রতিনিধিত্ব করা রত্ন এই সময় ধারণ করা উচিত নয়। তাই শুক্র অস্ত গেলে সেই সময় হিরে কেনা ও পরা একেবারেই অনুচিত। 

-যে দম্পতিদের সন্তান হওয়ায় সমস্যা হচ্ছে এবং তারা আইভিএফের মাধ্যমে চেষ্টা করছেন, তাদেরও এই সময়টা এড়িয়ে চলা উচিত। 

-নতুন বাড়িতে জলের কাজ করাতে চাইলে, শুক্র অস্তের সময় এই কাজ করাবেন না। 

Advertisement

-নতুন গাড়ি বা আরাম-বিলাসিার কোনও জিনিসও এখন কিনবেন না। 

-শুক্র পত্নী সুখের সঙ্গে সম্পর্কিত তাই এই সময় বিয়ে সম্বন্ধিত কাজ করবেন না। কারণ শুক্র এখন দুর্বল অবস্থায় রয়েছে। 

-মুন্ডন, গৃহ প্রবেশ এই সময় করবেন না। 

-কোনও ব্রত করেছেন এবং তা উদযাপনের সময় এসে গিয়েছে, শুক্র অস্তের সময় এটা করবেন না। 

Advertisement