scorecardresearch
 

Shukra Gochar 2023 In Meen Rashi : অপেক্ষার অবসান, রাত পোহালেই ৩ রাশিতে অর্থ বর্ষণের সম্ভাবনা শুক্রের

আগামিকাল ১৫ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ থেকে মীন রাশিতে (Meen Rashi) প্রবেশ করবে। শুক্রের এই রাশি পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে প্রভাব ফেলতে চলেছে (Venus Transit 2023)। কারণ শুক্রে অবস্থান শুভ হলে দেবী লক্ষীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে দূর হয়ে যায় অর্থকষ্ট। শুক্রের এই গোচর (Shukra Gochar 2023) ৩ রাশির জীনে দারুণ শুভ পরিবর্তন আনতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, শুক্রের এই গোচরের ফলে কোব কোন রাশির কপাল খুলতে পারে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গোচর করছে শুক্র গ্রহ
  • মীন রাশি হচ্ছে প্রবেশ
  • অর্থভাগ্য ৩ রাশির

রাশিচক্রে গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবন বিশেষ প্রভাব ফেল। সেই সঙ্গে গ্রহের গোচরের কারণে কোন রাশির জাতক জাতিকাদের ওপর কী ধরনের প্রভাব পড়ে, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। আগামিকাল ১৫ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ থেকে মীন রাশিতে (Meen Rashi) প্রবেশ করবে। শুক্রের এই রাশি পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে প্রভাব ফেলতে চলেছে (Venus Transit 2023)। কারণ শুক্রে অবস্থান শুভ হলে দেবী লক্ষীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে দূর হয়ে যায় অর্থকষ্ট। শুক্রের এই গোচর (Shukra Gochar 2023) ৩ রাশির জীনে দারুণ শুভ পরিবর্তন আনতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, শুক্রের এই গোচরের ফলে কোব কোন রাশির কপাল খুলতে পারে।

মিথুন রাশি (Gemini)
শুক্রের রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজে সাফল্য আসবে। এর পাশাপাশি চাকরি ও ব্যবসায় বিপুল অগ্রগতি হবে। দাম্পত্য জীবন ও পারিবারিক ক্ষেত্রেও সুখ বিরাজ করবে। আর সমস্ত ক্ষেত্র শুভ হওয়ায় মানসকি শান্তিও থাকবে। 

সিংহ রাশি (Leo)
এই রাশির জাতকদেরয় জন্য অর্থলাভের পরিস্থিতি রয়েছে। সেই সঙ্গে কর্মক্ষেত্রে তাঁদের কাজেরও প্রশংসা করা হবে। এর পাশাপাশি, আপনি পরিবারের সদস্যদের সমর্থনও পাবেন এবং আপনার স্বাস্থ্যও ভাল থাকবে। সেই সঙ্গে সম্মানের পাশাপাশি প্রতিপত্তিও বাড়বে। আর্থিকভাবেও শক্তিশালী হবেন। সেক্ষেত্রে সিংহ রাশি যে সমস্ত মানুষেরা এতদিন কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকে সমস্যায় ভুগছিলেন তাঁদের জন্য সময়টা ভাল হতে পারে।

বৃশ্চিক রাশি (Scorpio)
এই রাশির জাতক জাতিকারাও শুক্র দেবের আশীর্বাদ পাবেন এবং অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। শিক্ষাক্ষেত্রে যাঁরা সক্রিয় তাঁদের জন্য এই সময়টি শুভ হতে চলেছে। এর সঙ্গে বিবাহিত জীবনও খুব সুখের হবে। অর্থাৎ জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যদি এতদিন কোনও বিষয়ে মতান্তর থেকে থাকে, তা এই সময় মিটে যেতে পারে। এককথায় জীবনে প্রেম বৃদ্ধি পাবে। 

Advertisement

আরও পড়ুন - 'বিদ্যাসাগর শিক্ষাব্যবস্থা ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আর পার্থ...' কটাক্ষ ED-র

 

Advertisement