প্রেম, ঐশ্বর্য, সুখ-সুবিধা, সৌন্দর্য ও ধন-বৈভবের কারক শুক্র গ্রহকে নবগ্রহদের মধ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুক্র গ্রহ এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করে, তার প্রভাব সরাসরি ১২টি রাশির জীবনের ওপর পড়ে। এই বছর করবা চৌথের ব্রত ১০ অক্টোবর পালন করা হবে আর তার ঠিক একদিন আগে অর্থাৎ ৯ অক্টোবর শুক্রদেব কন্যা রাশিতে গোচর করবে। এরকম অবস্থায় কিছু রাশির জাবনে প্রেম, আর্থিক স্থিরতা ও সামাজিত মান-সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন সেই সব সৌভাগ্যময় রাশিদের কথা জেনে নিই।
মিথুন রাশি
জ্যোতিষবিদদের মতে, মিথুন রাশিদের জন্য এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। প্রেম ও বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে। নতুন সম্পর্কে ইতিবাচকতা দেখা যাবে। কর্মক্ষেত্রে বিনিয়োগ করলে তাতে সফল হবেন। আর্থিক লাভ করার সুযোগ বাড়বে। ভাগ্যের সঙ্গ পাবেন। বিনিয়োগ ও ব্যবসায় লাভদায়ক পরিণাম দেখতে পাবেন।
সিংহ রাশি
সিংহ রাশির ক্ষেত্রে শুক্রের গোচর শুভ পরিণাম দেবে। কাজে কোনও সমস্যা দেখা দিলে তা সমাধান হবে। মনের মতো সফলতা পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে ও পারিবারিক আবহ ভাল থাকবে। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই গোচর বিশেষ রূপে লাভ দেবে। প্রেম ও বন্ধুত্বে সুখের অনুভূতি পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অপ্রয়োজনীয় খরচ কমবে। চাকরিতে উঁচু পদ বা মান-সম্মান পাওয়ার যোগ রয়েছে। জীবনে সুখের আগমন হবে। মনের মতো সফলতা অর্জন হবে।