Shukra Gochar 2025 Rashifal: শুক্রের কৃপা বর্ষণ শুরু, সিন্দুকে উপচে পড়বে অর্থ, ৩ রাশির আচমকা ভাগ্যোদয়

Shukra Gochar 2025 Rashifal: ২৮ মার্চ সকাল ৬ টা ৫০ মিনিটে মীন রাশিতে শুক্রের উদয় হয়েছে। এসময় কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু। এমনকি অর্থপ্রাপ্তি নিশ্চিত তাঁদের, জানুন। জেনে নিন সেই রাশির তালিকায় আপনিও রয়েছেন কিনা?

Advertisement
শুক্রের কৃপা বর্ষণ শুরু, সিন্দুকে উপচে পড়বে অর্থ, ৩ রাশির আচমকা ভাগ্যোদয়শুক্রের আশীর্বাদে সিন্দুকে উপচে পড়বে অর্থ, ৩ রাশির আচমকা ভাগ্যোদয়

Shukra Gochar 2025 Rashifal: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। যখন এই গ্রহ তার অবস্থান বদল করে তখন কিছু রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ হয়, আবার কিছু রাশির জন্য তা ইতিবাচকও হয়।

২৮ মার্চ সকাল ৬ টা ৫০ মিনিটে মীন রাশিতে শুক্রের উদয় হয়েছে। এসময় কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু। এমনকি অর্থপ্রাপ্তি নিশ্চিত তাঁদের, জানুন। জেনে নিন সেই রাশির তালিকায় আপনিও রয়েছেন কিনা?

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। অর্থসঙ্কট আপনার কাটতে থাকবে। তাছাড়া জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করুন। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। তাই আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সময় অত্যন্ত সাফল্যের সময়। এসময় দূরে ঘুরতে গেলে সাবধানে যাবেন। কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়ে যাবেন। জীবনের প্রত্যেকটি কাজেই সফলতা নিশ্চিত। তবে এসময় অহংকার এড়িয়ে চলুন। ঠান্ডা জাতীয় জিনিস একদমই খাবেন না। কারণ আপনার জ্বর হবার সম্ভাবনা রয়েছে। এই সময়ে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সময় আপনার বাবা-মা আপনাকে সকল কাজে সাহায্য করবেন। আপনি যদি বেসরকারি চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা পাবেন।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের উপর শুভ শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই তাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এসময় নতুন ব্যবসায় খুব লাভ করতে পারবেন। তাছাড়া এসময় বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না। প্রত্যেকটি শুভ কাজে এই শুভ সময়ই করে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবনেও আপনি অত্যন্ত সুখী হবেন।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের এসময়ে অত্যন্ত সাফল্যের সময়। কেরিয়ারে উন্নতির মুখ দেখবেন। তবে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে প্রত্যেকটি কাজ করে ফেলার চেষ্টা করুন। চাকরি থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। এমনকি নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখী হবেন। পারিবারিক জীবনে আপনার সুখ লেগে থাকবে। তবে অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না আপনি।



 

POST A COMMENT
Advertisement