২০২৬-এ শুক্র সহায় হবে এঁদের ওপরজ্যোতিষে শুক্রকে সৌন্দর্য, অর্থ, জাগতিক সুখ, প্রেমের কারক গ্রহ বলে মনে করা হয়। ২০২৬-এ শুক্রের প্রথম নক্ষত্র পরিবর্তন সূর্যের নক্ষত্রে হতে চলেছে। শুক্র সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রে ১০ জানুয়ারি ২০২৬ শনিবার দুপুর ১২টা ২৬ মিনিটে গোচর করবে। সূর্যের উত্তরাষাঢ়া নক্ষত্রে শুক্রের প্রবেশ করতেই ৪ রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে। আসুন জেনে নিন সেই ৪ রাশি কারা।
বৃষ রাশি
শুক্রের সূর্যের নক্ষত্রে গোচর নিজেরই রাশি বৃষভের জন্য লাভদায়ক। ত্বক সম্পর্কিত সমস্যা দূর হবে। অনেক বছর ধরে চাকরি বদলানোর চেষ্টা এবার সফল হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সম্পূর্ণ সঙ্গ পাবেন। ব্যবসায়ীদের বজ় বিনিয়োগের সুযোগ হাতে আসবে। জাতকেরা এই সময় অগাধ সম্পত্তি কিনতে পারবেন।
মিথুন রাশি
সূর্যের নক্ষত্রে শুক্রের প্রবেশ করতেই তা মিথুন রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে। প্রেম সম্পর্কে চলা বিভ্রান্তি দূর হবে। সম্পর্কে গভীরতা আসবে। জাতকদের আকর্ষণ অনেকগুণ বেড়ে যাবে। স্বাস্থ্য আগের চেয়ে আরও ভাল হবে। চাকরিতে উঁচু পদ পাবেন। পুরনো কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
অর্থ ও প্রেমের কারক শুক্র উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করতেই তুলা রাশির জাতকদের লাভ করার একাধিক সুযোগ দেবে। কোনও দামি জিনিস কেনার ইচ্ছে পূরণ হবে। প্রেমের সম্পর্ক থেকে তিক্ততা দূর হবে। বিয়ে বা বিয়ের প্রস্তাব আসবে। ব্যবসায়ীদের লাভের রাস্তা খুলে যাবে।
মীন রাশি
শুক্রের সূর্যের নক্ষত্রে গোচর মীন রাশির জাতকদের প্রতি ক্ষেত্রে সফলতা দেবে। ব্যবসায় বড় কোনও চুক্তি হাতে আসতে পারে। যাঁদের মুদির ব্যবসা, তাঁরা লাভবান হবেন। চাকরিতে ইতিবাচক পরিবর্তন আসতে পাপে। হঠাৎ করে স্বাস্থ্য ভাল হয়ে যাবে। প্রেম জীবনে ভালোবাসা ও বিশ্বাস বাড়বে।