Venus Transit July Horoscope: দারুণ উন্নতি হবে, শুক্রের কৃপায় জুলাই মাসে সুখের দিন ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ৭ জুলাই রাশি বদলাবে শুক্র। চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র। অর্থাৎ, কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

Advertisement
দারুণ উন্নতি হবে, শুক্রের কৃপায় জুলাই মাসে সুখের দিন ৩ রাশির কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, আগামী ৭ জুলাই রাশি বদলাবে শুক্র।
  • কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র।
  • এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ৭ জুলাই রাশি বদলাবে শুক্র। চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র। অর্থাৎ, কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

মেষ রাশি (Aries): 
ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। শরীর ভাল থাকবে। দীর্ঘদিনের কোনও ইচ্ছেপূরণ হতে পারে। 

কর্কট রাশি (Cancer): 
শুক্রের গোচরে ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। সব কাজে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। আয় বাড়বে। 

কন্যা রাশি (Virgo): 
কপাল খুলবে কন্যা রাশির জাতকদের। চাকরিতে সাফল্য পাবেন। অর্থলাভ হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 


অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২২ জুন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই নক্ষেত্রে প্রবেশের ফলে বিশেষ করে ৩ রাশির জাতকদের জীবন বদলে যাবে। উপকৃত হবেন সিংহ, মিথুন, তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৩ জুন মিথুন রাশিতে উদিত হবে বুধ। আগামী ২৮ জুন মিথুন রাশিতে উদিত হবে শুক্রও। মিথুন রাশিতে দুই গ্রহের উদয়ে লাভের মুখ দেখবেন বৃষ, মিথুন এবং সিংহ রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৮ জুলাই মীন রাশির রেবতী নক্ষত্র ছেড়ে শনির উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে কপাল খুলবে কুম্ভ, মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে শনি। ২৬ জুন ওই রাশিতে প্রবেশ করবে চাঁদ। ফলে শনি এবং চাঁদের যুতি তৈরি হবে। এর প্রভাবে তৈরি হবে শশী যোগ। এই যোগের শুভ প্রভাব পড়বে মকর, ধনু এবং কুম্ভ রাশির জাতকদের জীবনে। 
 

POST A COMMENT
Advertisement