কপাল খুলবে ৩ রাশির।জ্যোতিষ মতে, কোনও গ্রহের গোচর খুবই উল্লেখযোগ্য। এর ফলে বিভিন্ন রাশির জাতকদের ভাগ্য বদলায়। আগামী অক্টোবর মাসে রাশি বদলাবে শুক্র। বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। যার ফলে শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের জীবনে।
তুলা রাশি (Libra):
কপাল খুলবে তুলা রাশির জাতকদের। হঠাৎ অর্থলাভ হবে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা লাভজনক হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি (Aquarius):
কুম্ভ রাশির জাতকদের জন্য ভাল সময়। আয় বাড়বে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। দাম্পত্য সুখ বাড়বে।
বৃশ্চিক রাশি (Scorpio):
ভাগ্য খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ধনলাভের যোগ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৪ সেপ্টেম্বর এবং ২১ সেপ্টেম্বর রাশি বদলাবে বুধ। যার ফলে শুভ সময় আসবে ৩ রাশির জাতকদের জীবনে। লাভের মুখ দেখবেন মেষ, কর্কট, মীন রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ৯ অক্টোবর বক্রি হবে বৃহস্পতি। ৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ। যার ফলে কপাল খুলবে বৃষ, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি। জ্যোতিষ মতে, উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু। ২ ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে। এর ফলে কপাল খুলবে বৃষ, তুলা এবং মিথুন রাশির জাতকদের।