Venus Lucky Zodiacs: শুক্রের প্রিয় এই ৩ রাশি, সুখ-শান্তিতে কাটে সারা জীবন

জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহের মধ্যে শুক্র অন্যতম। দাম্পত্য সুখের কারক গ্রহ হল শুক্র। বলা হয়, এই গ্রহের শুভ প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বিভিন্ন রাশির মধ্যে এই ৩ রাশির জাতকরা শুক্রের খুব প্রিয়।

Advertisement
শুক্রের প্রিয় এই ৩ রাশি, সুখ-শান্তিতে কাটে সারা জীবনশুক্রের কৃপায় ভাগ্য বদলায় এই ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহের মধ্যে শুক্র অন্যতম।
  • দাম্পত্য সুখের কারক গ্রহ হল শুক্র।
  • বিভিন্ন রাশির মধ্যে এই ৩ রাশির জাতকরা শুক্রের খুব প্রিয়।

জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহের মধ্যে শুক্র অন্যতম। দাম্পত্য সুখের কারক গ্রহ হল শুক্র। বলা হয়, এই গ্রহের শুভ প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। বিভিন্ন রাশির মধ্যে এই ৩ রাশির জাতকরা শুক্রের খুব প্রিয়।

বৃষ রাশি (Taurus): 

শুক্রের অন্যতম প্রিয় রাশি হল বৃষ। এই রাশির জাতকদের জীবন সর্বদা সুখে কাছে। এঁরা বুদ্ধিমান হন। শিক্ষাক্ষেত্রে উন্নতি হয় এই রাশির জাতকদের। অর্থলাভ হয় এঁদের। 

মীন রাশি (Pisces):

শুক্রের উচ্চ রাশি হল মীন। কর্মক্ষেত্রে এই রাশির জাতকরা সাফল্য লাভ করেন। এই রাশির জাতকরা পরিশ্রমী হন। সব ক্ষেত্রে উন্নতি করেন। সৃজনশীল হন এঁরা। 

তুলা রাশি (Libra): 

শুক্রের কৃপায় ভাগ্য বদলায় তুলা রাশির জাতকদের। সব স্বপ্ন পূরণ হয় এই রাশির জাতকদের। অন্যের সাহায্যের জন্য সর্বদা এগিয়ে থাকেন এঁরা। সুখে কাটে জীবন। 

অন্য দিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। কপাল খুলবে মেষ, কর্কট ও মীন রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।
 

POST A COMMENT
Advertisement