জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র। চন্দ্রের সঙ্গে কলাত্মক রাজযোগ তৈরি হবে। যার প্রভাবে ৩ রাশির জাতকদের ভাগ্য বদলাবে। জেনে নিন বিশদে...
সিংহ রাশি (Leo):
কপাল খুলবে সিংহ রাশির জাতকদের। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন।
কর্কট রাশি (Cancer):
জীবন বদলাবে কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হবে। অর্থলাভের যোগ রয়েছে। সব বাধা কেটে যাবে। ব্যবসায় উন্নতি হবে।
কন্যা রাশি (Virgo):
ভাগ্য বদলাবে কন্যা রাশির জাতকদের। ভ্রমণের যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২০ জুলাই রাহু ও কেতুর নক্ষত্র পরিবর্তন হতে চলেছে। যার ফলে কন্যা, মকর, তুলা রাশির জাতকদের ভাগ্য বদলাবে।আগামী ২৩ জুলাই নক্ষত্র বদলাবে মঙ্গল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, তুলা ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের।