শুক্রের নক্ষত্র পরিবর্তনসব গ্রহের মধ্যে শুক্রকে শুভ বলে মনে করা হয়। এই গ্রহ সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য এবং বিলাসিতার গ্রহ। আর জ্যোতিষ অনুযায়ী, বর্তমান শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে বসে রয়েছে। তবে ২০ ডিসেম্বর এই গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। এরপর বছরের শেষে ৩০ ডিসেম্বর রাত ১০টা বেজে ৫ মিনিটে শুক্র পৌঁছে যাবে পূর্বষাঢ়া নক্ষত্রে। সবথেকে বড় কথা, এই নক্ষত্রে শুক্র নিজেই রয়েছে। যার ফলে এই সময় বেশ কিছু রাশির উপর ধন বর্ষা হবে।
জ্যোতিষ মতে, শুক্রের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত বিশেষ কাল। বিশেষত, নতুন বছর শুরু হওয়ার আগেই শুক্রের এহেন নক্ষত্র পরিবর্তন প্রচণ্ড লাভদায়ক হয়ে উঠতে পারে কিছু রাশির জন্য। তাই আর সময় নষ্ট না করে, কয়েকটি লাকি রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
বছরের শেষে শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষ রাশির জীবনে আসবে ভাল সময়। এই সময় আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন। ব্যবসা এবং কেরিয়ারের উন্নতি হবে। চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন। নতুন চাকরিও হতে পারে। পাশাপাশি পড়ুয়ারাও এই সময় ভাল ফল পাবেন। এই সময়টা আর্থিক দিক থেকে খুবই শুভ। এত দিনের সব সমস্যার সহজ সমাধান হবে।
তুলা রাশি
শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ইতিবাচক প্রভাব তুলা রাশির জীবনেও পড়বে। এক্ষেত্রে সহকর্মীরা আপনার পাশে থাকবেন। যার ফলে এগিয়ে যেতে পারবেন কেরিয়ারে। শুধু তাই নয়, এই সময় পরিবারকেও সময় দিতে পারবেন। পাশাপাশি নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। সেই সঙ্গে হাতে আসবে অর্থ। এছাড়া অনেক দিনের আটকে থাকা কাজ হবে। এই সময় শেয়ারমার্কেটে টাকা বিনিয়োগ করলে লাভ পাবেন। তবে তার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া মাস্ট।
মকর রাশি
শুক্রের জন্য লাভবান হবেন মকর রাশির জাতকেরা। আর্থিক স্থিতি ফিরবে। নতুন কাজও পেতে পারেন। পাশাপাশি এই সময় বাড়বে আপনার আত্মবিশ্বাস। টাকা কামিয়ে আপনি আরও এগিয়ে যেতে পারবেন। এছাড়া এই সময় ভাল থাকবে স্বাস্থ্য। এছাড়া নতুন আয়ের পথও পাবেন। যারা অনেক দিন ধরে চাকরির খোঁজ করছেন, তারা পেয়ে যাবেন।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।