Rahu Shukra Yuti: ছাব্বিশে হাত মেলাচ্ছে রাহু-শুক্র, সাফল্যের শিখরে উঠবে ৩ রাশি

সাধারণভাবে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ এই ক্রুর গ্রহ কষ্ট দিলে জীবন বরবাদ হয়ে যেতে পারে। তবে ২০২৬ সালে রাহু গ্রহ, শুক্রের সঙ্গে মিলে ৩ রাশির ওপর অর্থের বৃষ্টি করতে চলেছে। শুক্র ২০২৬ সালের শুরুতেই গোচর করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

Advertisement
ছাব্বিশে হাত মেলাচ্ছে রাহু-শুক্র, সাফল্যের শিখরে উঠবে ৩ রাশিরাহু-শুক্রের যুতিতে লাভবান কারা?
হাইলাইটস
  • সাধারণভাবে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়।

সাধারণভাবে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ এই ক্রুর গ্রহ কষ্ট দিলে জীবন বরবাদ হয়ে যেতে পারে। তবে ২০২৬ সালে রাহু গ্রহ, শুক্রের সঙ্গে মিলে ৩ রাশির ওপর অর্থের বৃষ্টি করতে চলেছে। শুক্র ২০২৬ সালের শুরুতেই গোচর করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অপরদিকে, রাহু কুম্ভ রাশিতে প্রথম থেকেই বিরাজ করছে। ৫ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে থাকবে। আর এরপর উল্টো হয়ে মকর রাশিতে প্রবেশ করবে। অপরদিকে, শুক্র গ্রহ ৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২ মার্চ ২০২৬ সাল পর্যন্ত কুম্ভতে থাকবে। তাই এই রাশিতে শুক্র ও রাহুর যুতি তৈরি হবে, যা ৩ রাশির জন্য খুবই শুভ প্রমাণিত হবে। 

বৃষ রাশি
রাহু ও শুক্রের যুতি বৃষ রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় খুবই লাভ দেবে। আপনি কোনও বড় উপলব্ধি অর্জন করতে পারবেন। সিনিয়রদের সহযোগিতা পাবেন। উন্নতির এমন কিছু রাস্তা খুলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে লাভ দেবে। বিদ্যার্থীদের জন্য ভাল খবর অপেক্ষা করছে। 

মিথুন রাশি
রাহু ও শুক্রের যুতি মিথুন রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসবে। দেশ-বিদেশে সফরে যেতে পারেন। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। আপনি অর্থ কামাবেন এবং খরচ কম হবে। কর্মক্ষেত্রে বিরোধীরা পরাস্ত হবে। বাড়িতে ধার্মিক বা মাঙ্গলিক কাজ হতে পারে। 

ধনু রাশি
ধনু রাশির ক্ষেত্রে রাহু ও শুক্রের যুতিতে লাভ হবে। সাহস-পরাক্রম বাড়বে। সমস্যা আসবে তবে তা অতিক্রম করে যাবেন। যাদের কাজ বিদেশে, তাদের লাভ হবে। কেরিয়ারে ভাল উন্নতি দেখতে পাবেন। 

POST A COMMENT
Advertisement