Venus Rise June Horoscope: ধন-সম্পদ ফুলে ফেঁপে উঠবে, শুক্রের উদয়ে সুখের দিন ৩ রাশির

জ্যোতিষ মতে, জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের। এই গ্রহের উদয়ে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

Advertisement
ধন-সম্পদ ফুলে ফেঁপে উঠবে, শুক্রের উদয়ে সুখের দিন ৩ রাশির শুক্রের কৃপায় ভাগ্য বদল ৩ রাশির।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের।
  • এই গ্রহের উদয়ে কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • সব ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে।

জ্যোতিষ মতে, জুন মাসের শেষে মিথুন রাশিতে উদয় হবে শুক্রের। এই গ্রহের উদয়ে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

তুলা রাশি (Libra): 
 শুক্রের উদয়ে ভাগ্য বদলাবে তুলা রাশির জাতকদের। চাকরিতে সাফল্য পাবেন। কোনও সুখবর পেতে পারেন। বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

সিংহ রাশি (Leo): 
 শুক্রের কৃপায় উন্নতি হবে সিংহ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। সমাজে সুনাম বাড়বে। নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। 

মিথুন রাশি (Gemini):
 মিথুন রাশির জাতকদের জন্য শুভ প্রভাব পড়বে। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। অর্থলাভ হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সব কাজে সাফল্য পাবেন। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। ২৯ জুন পিছিয়ে চলবে শনি। শনির বক্রি হবে। যার প্রভাবে জীবন বদলাবে কুম্ভ, বৃষ এবং কন্যা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১ জুন রাশি বদলাবে মঙ্গল। মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবে ভাগ্য খুলবে ধনু, সিংহ এবং কর্কট রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১৪ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ। ওই দিনই মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। ফলে দুই গ্রহের গোচরে মিথুন রাশিতে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগের শুভ প্রভাব পড়বে বৃষ, মিথুন এবং সিংহ রাশির জাতকদের।
জ্যোতিষ মতে, আগামী ৩১ মে বৃষ রাশিতে প্রবেশ করছে বুধ। ওই রাশিতে আগে থেকেই রয়েছে শুক্র। ফলে বুধ এবং শুক্রের মিলন হবে। এর ফলেই তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। এই বিশেষ যোগের শুভ প্রভাব পড়বে মেষ, মীন এবং কন্যা রাশির জাতকদের জীবনে। 

POST A COMMENT
Advertisement