Shani Mangal Upay: পেঁয়াজ-রসুন ছোঁবেন না মঙ্গল ও শনিতে, ২ গ্রহের রোষে কাঙাল হবেন আপনি

Shani Mangal Upay: সপ্তাহে মঙ্গলবার ও শনিবার এই দুটি দিন ২টি ক্রুর গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। জ্যোতিষ শাস্ত্রে, সপ্তাহের প্রত্যেক দিন কিছু বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে। প্রত্যেক দিনের সম্বন্ধ কোনও না কোনও গ্রহের সঙ্গে সম্পর্কিত। মঙ্গলবারের সম্পর্ক ক্রুর মঙ্গল গ্রহের সঙ্গে রয়েছে।

Advertisement
পেঁয়াজ-রসুন ছোঁবেন না মঙ্গল ও শনিতে, ২ গ্রহের রোষে কাঙাল হবেন আপনি শনি-মঙ্গলের উপায়
হাইলাইটস
  • সপ্তাহে মঙ্গলবার ও শনিবার এই দুটি দিন ২টি ক্রুর গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে।

সপ্তাহে মঙ্গলবার ও শনিবার এই দুটি দিন ২টি ক্রুর গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। জ্যোতিষ শাস্ত্রে, সপ্তাহের প্রত্যেক দিন কিছু বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে। প্রত্যেক দিনের সম্বন্ধ কোনও না কোনও গ্রহের সঙ্গে সম্পর্কিত। মঙ্গলবারের সম্পর্ক ক্রুর মঙ্গল গ্রহের সঙ্গে রয়েছে। শুধু তাই নয়, শনিদেবের সম্পর্ক শনিবারের সঙ্গে। মঙ্গল ও শনিদেবকে জ্যোতিষে খুবই ক্রুর গ্রহ বলে মানা হয়ে থাকে। এই দুই গ্রহ ফুল শীঘ্রই ফল দেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গলবার ও শনিবারে আমিষ ও মদ খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু এর পিছনে থাকা কারণ জানেন কি? আসুন জেনে নিন মঙ্গল ও শনিবারে আমিষ ও মদ খেলে কী হয়। 

মঙ্গলবার 
মঙ্গলবারের দিন হনুমানজি ও মঙ্গলদেবকে সমর্পণ করা হয়েছে। এইদিন হনুমানজির উপাসনার জন্য সর্বোত্তম বলে মানা হয়। বলা হয়, এইদিন মন থেকে হনুমানজির উপাসনা করলে প্রত্যেক সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায় আর জীবন মঙ্গলময় হয়। জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহের স্বভাব বেশ ক্রুর। এরকম অবস্থায় যদি কোনও ব্যক্তি এইদিন আমিষ ও মদ খায় তাহলে সে মঙ্গল গ্রহের ক্রোধের মুখে পড়তে পারেন। শুধু তাই নয়, যাদের কোষ্ঠীতে মঙ্গল শুভ অবস্থানে রয়েছে, মদ ও আমিষ খেলে মঙ্গল তাদেরও অশুভ প্রভাব ফেলে। মঙ্গলবারের দিন আমিষ ও মদ খেলে কোষ্ঠীতে মঙ্গল দোষ উৎপন্ন হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যাদের জন্মছকে মঙ্গল দোষ থাকে, তাদের বিবাহিত জীবনে অশান্তি হতে পারে। অবিবাহিত জাতকদের জীবনে বিয়ে সংক্রান্ত সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে ঝড় উঠতে পারে। পরিবারে অশান্তি হতে পারে। বহু পরিশ্রম করেও বাড়িতে সুখ আসবে না। 

শনিবার
জ্যোতিষ মতে, শনিবার সূর্যপুত্র শনি অর্থাৎ শনিদেবকে সমর্পিত করা হয়েছে। এইজন্য এইদিন সকলে শনিদেবের পুজো করে থাকেন। শনির কৃপা পাওয়ার জন্য শনিবার খুবই শুভদিন। এইদিন শনির পুজো করলে সব কষ্ট দূর হয়ে যায়। তবে এইদিন মদ বা আমিষ খাবার ভুলেও খাবেন না। কারণ শনিদেব এতে রুষ্ট হন। আর শনিদেবের রোষ কারোর ওপর পড়লে তার জীবন বরবাদ। শনিবারে আমিষ ও মদ খেলে কোষ্ঠীতে শনিদেব উল্টো পরিণাম দিতে শুরু করেনয তার ওপর যদি সেই ব্যক্তির ওপর শনির সাড়েসাতি ও ঢাইয়া চলে তাহল তার জীবন পুরো নরক। চাকরি ও ব্যবসায় আর্থিক লোকসান হয়। বিবাহিতদের দাম্পত্য জীবন প্রাভাবিত হবে। এইজন্য শনিবার আমিষ খাবার একদমই খাবেন না। 

Advertisement

মঙ্গল ও শনিবার কোনটা করা শুভ
শনি ও মঙ্গল এই দুইদিনই হনুমানজিকে সমর্থন করা হয়েছে। এইদিন বজরঙ্গবলির পুজো করলে শুভ ফল পাবেন। এইদিন হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার জন্য কোনও মন্দিরে বসে হনুমান চল্লিসার পাঠ করুন। এর সঙ্গে হনুমানজিকে লাড্ডু ভোগ দিন। বজরঙ্গবলীকে চোলা ও পান অর্পণ করুন। মহঅগলবার উপোস করলে হনুমানজি প্রসন্ন হন আর তাঁর ভক্তদের ওপর শনিদেব কখনও রুষ্ট হন না। 

POST A COMMENT
Advertisement