scorecardresearch
 

Surya Shani Yuti 2025 Horoscope: দুই গ্রহের জোড়া ফলা, ৪ রাশিকে রাজা করে দিয়ে যাবে

Surya Shani Yuti 2025 Horoscope: ২০২৫ সালে কুম্ভ রাশিতে সূর্য, শনির মিলন হবে। সূর্যকে আমরা পিতা, শক্তি, সম্মানের কারক বলেই জানি। আর শনি হল কর্মদাতা গ্রহ। এই দুই গ্রহের মিলনে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসাতেও আসবে তাদের সফলতা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Advertisement
দুই গ্রহের জোড়া ফলা, ৪ রাশিকে রাজা করে দিয়ে যাবে দুই গ্রহের জোড়া ফলা, ৪ রাশিকে রাজা করে দিয়ে যাবে
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, ২০২৫ সালে চাল দেখাবে সূর্য ও শনি।
  • লাভের মুখ দেখবেন ৩ রাশির জাতকরা।
  • ২০২৫ সালে এই ৩ রাশির জাতকদের কপাল খুলবে। 

জ্যোতিষশাস্ত্রে মোট বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহ, নক্ষত্ররা প্রায় প্রতি মাসেই তার ঘর পরিবর্তন করে।

২০২৫ সালে কুম্ভ রাশিতে সূর্য, শনির মিলন হবে। সূর্যকে আমরা পিতা, শক্তি, সম্মানের কারক বলেই জানি। আর শনি হল কর্মদাতা গ্রহ। এই দুই গ্রহের মিলনে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। ব্যবসাতেও আসবে তাদের সফলতা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি খুব শুভ সময়। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক সঙ্কট কাটাতে পারবেন আপনি। প্রেম জীবনেও সফলতা আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে। স্ত্রী সঙ্গে যে অশান্তি ছিল তা কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না আপনি।

আরও পড়ুন

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় শরীরের বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। মানসিক চাপ এড়িয়ে চলুন। কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না। দাম্পত্য জীবনেও সুখ থাকবে আপনার। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকে। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় পাহাড়ি কোনও এলাকায় ঘুরতে যেতে পারেন। তবে ঘুরতে গেলে অবশ্যই বাবা-মাকে সঙ্গে নিয়ে যাবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিদের জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসাতেও সফলতা আসবে। এ সময় আপনার আত্মবিশ্বাস ক্রমশও বাড়তে থাকবে। মানসিক চাপ কমায় আপনি জীবনে সুখী হবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। অযথা স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি করবেন না।

Advertisement

মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ সময়। পরিবারের সঙ্গে যে সমস্যা ছিল তা মিটে যাবে। এসময় অযথা কাউকে টাকা ধার দেবেন না। আর কারোর থেকে টাকা নেবেনও না। যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভ হবে আপনার। পরিবারে নতুন কোনও সদস্যদের আগমনে আপনার মনে খুশি লেগে থাকবে।

Advertisement